নিউজরাজ্য

কলকাতায় এসে মমতার প্রশংসায় শাবানা আজমি

Advertisement

নজরুল মঞ্চে সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ”কলকাতা চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই আসছি। প্রতিবার নতুন উচ্চতায় পৌঁছচ্ছে চলচ্চিত্র উৎসব। তাই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়। সিনেমা কে স্বীকৃতি দিতে নগদ পুরস্কারের ব্যবস্থা করেছেন। বেশিরভাগই সিনেমা মূলধারার নয়। ফলে এমন সমর্থন দরকার।

চলচ্চিত্র উৎসবকে গণ আন্দোলনের রূপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় সমর্থনের পাশাপাশি পুরস্কার দিচ্ছেন। ভারতে বহুত্ববাদের উদযাপন হয়। একত্রীকরণের কথা বলছে সমগ্র বিশ্ব। ভারতের সংবিধানে সকলের অধিকার সুনিশ্চিত করা হয়েছে।বিধিবদ্ধতার মধ্যে ঐক্যের উদযাপন হয় ভারতে। স্টিফেন স্পিলবার্গের ছবিতে কাজ করেছি। সেখানে নানা দেশের নাগরিকরা রয়েছেন। শিল্পীদের মত প্রকাশের স্বাধীনতা বাঞ্ছনীয়। সামাজিক কুপ্রথা নিয়েও কথা বলতে হবে। সিনেমা আসলে সমাজের আয়না। মতপ্রকাশের স্বাধীনতা যাতে খর্ব না হয়।”

বক্তব্যের শেষে দর্শকদের অনুরোধে কবিতা পাঠ করেন। নন্দনে শাবানা আজমির বাবা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, গীতিকার,কবি কাইফি আজমির জীবনী নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘কাইফিনামা’ দেখানো হয়। শাবানা তথ্যচিত্র দেখেন।

Related Articles

Back to top button