Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নিজের বউকে বৌদি বলেই পরিচয় দিতেন শাহরুখ খান, জানুন আসল কারণ

Updated :  Tuesday, November 3, 2020 10:38 PM

কিং খানের জান আঁটকে রয়েছে গৌরীর মধ্যে, বউকে কোনভাবে হারাতে চান না শাহরুখ খান, আর তাই দিল্লি গেলে বউকে বৌদি বলে পরিচয় দেন অভিনেতা। কিন্তু এমন আজব কথার মানে কি? গৌরী যে কিং খানের স্ত্রী তা কারোর অজানা নয়, তবুও এমন অদ্ভুত পরিচয় কেন?

নিজের বউকে বৌদি বলেই পরিচয় দিতেন শাহরুখ খান, জানুন আসল কারণ

সম্প্রতি,কিং খান এক সাক্ষাৎকারে এর পিছনে লুকিয়ে থাকা গল্প শেয়ার করেছেন কপিল শর্মার একটি শো–তে। একসময় একটি মেয়ের জন্য রাস্তায় খুব মার খেয়েছিলেন শাহরুখ। সেই আতঙ্ক থেকে দিল্লি গেলেই নিজের বৌউকে ‘‌বৌদি’ বলে পরিচয় দিতেন কিং খান।

নিজের বউকে বৌদি বলেই পরিচয় দিতেন শাহরুখ খান, জানুন আসল কারণ

সেইসময় গ্রীন পার্কে থাকতেন শাহরুখ। তখন একজন মেয়ের‌ সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। সেই মেয়েটির সঙ্গে দিল্লিতে টাইম পাস করতেন তিনি। তখন দিল্লিবাসীর কাছে ‘‌গার্ল ফ্রেন্ড’‌–এর অর্থ হল মাঝে মাঝে একসঙ্গে ঘোরাফেরা করা, ব্যস। এরকমই নাকি একদিন তিনি এক্যি মেয়ের সঙ্গে ঘুরছিলেন। সেইসময় ‌কয়েকজন গুন্ডামতো ছেলেপুলে এসে শাহরুখকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে কে?‌ তখন সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন কিং খান। যাইহোক, এই প্রশ্নের উত্তরে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘আমার গার্লফ্রেন্ড’। কিন্তু একটি ছেলে থামিয়ে দিয়ে বলে, ‘না, তোমার গার্লফ্রেন্ড না’। ‘তোমার বৌদি’। ব্যাস এরপরেই দুমদাম পেটাতে আরম্ভ করে সেই ছেলেগুলো। একজনের হাতে নাকি মাটির ভাড় ছিল। সেটা দিয়ে পর্যন্ত মারধোর খান শাহরুখ। ব্যস, এরপর থেকে দিল্লি গেলেই বউকে বৌদি বলে পরিচয় দেন কিং খান। যদিও পুরো ব্যপারটা রসিকতায় মোড়া কিন্তু ঘটনাটি সত্যি।