Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঘনিষ্ঠ দৃশ্য শুটিংয়ের সময় কাজলকে নিয়ে এই অসভ্য কাজ করতেন শাহরুখ খান, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

Updated :  Monday, February 1, 2021 10:34 PM

শাহরুখ-কাজলের মতো পর্দায় কোনও অভিনেতা অভিনেত্রী জুটি এখনো চরম জনপ্রিয় হয়ে ওঠেনি। কাজল এবং শাহরুখের জুটির জনপ্রিয়তা এখনো জনপ্রিয় হয়ে রয়েছে।

তাদের অনস্ক্রিন রসায়ন সত্যি অসাধারণ অথচ তাদের অনস্ক্রিন চুম্বনদৃশ্য আমরা দেখিনি। শাহরুখ কাজল অভিনীত বেশিরভাগ সিনেমা সুপারহিট। কিন্তু বাজিগর সিনেমাটির জনপ্রিয়তা আলাদাই। শাহরুখ খান অভিনীত বাজিগর সিনেমার অফস্ক্রিন কিছু গোপন তথ্য এত বছর পর আবার প্রকাশ্যে এলো।আজও দর্শকরা ‘বাজিগর’-এর বিখ্যাত শিরোনাম ট্র্যাকটিতে শাহরুখ খান ও কাজলের রসায়ন দেখে আনন্দিত হন তবে কীভাবে সেই রসায়ন তৈরি হয়?

শাহরুখ কাজল জুটির প্রথম অভিনীত সিনেমা হল এই বাজিগর। সিনেমা টাইটেল ট্র্যাকের দৃশ্যে তাদের রসায়ন উপস্থাপিত করার জন্য বেশ কিছু অদ্ভুত ধরনের অঙ্গভঙ্গি করতে নির্দেশ দেওয়া হয়েছিল যার মাধ্যমে তাদের রোমান্স এবং কাম ফুটে ওঠে। কিন্তু সাধারণ জীবনে আমরা সেই ধরনের আচরণ করে থাকি না তাই অভিনেত্রী সেটি করতে একটু সমস্যা হচ্ছিল। সে কিছুতেই অভিনয়ের মাধ্যমে ফুটে উঠতে পারছিল না নির্দেশটি। কারণ জোহার এর চ্যাট শো তে কাজল নিজেই স্বীকার করে তারই অভিনয় করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। শাহরুখ বলে ব্যক্তিগত জীবনে যে কাজ করা হয় না সেই কাজটি অনস্ক্রিন অভিনয় করে ফুটিয়ে তুলতে সমস্যা হয়ে থাকে কাজলের। সেইরকমই বাজিগর সিনেমার গানের এই দৃশ্যে এই ধরনের কামের অদ্ভুত অঙ্গভঙ্গি করতে বেশ সমস্যা হচ্ছিল কাজলের বারবার রিটেক করা হয় তার শট।

https://www.instagram.com/tv/CKLfXRaBGv6/?igshid=1s9lqix4uxa1b

হাজার চেষ্টা করার পরেও সঠিক এক্সপ্রেশন আনতে পারছিল না কাজল কিন্তু কি করা যেতে পারে! তখন শাহরুখের(Saharukh Khan) কানে ডান্স কোরিওগ্রাফার সরোজ খান ফিসফিস করে বললেন, যখনই একশন বলা হবে তখনই যেন শাহরুখ গিয়ে কাজলের(kajol) কোমরে একটা চিমটি কেটে দেয়। সরোজ হাজিরের নির্দেশ মত শাহরুখ অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে কাজলের কোমরে চিমটি কেটে দেয়। ব্যাস তারপরে শাহরুখের আঘাতের ফলে কাজল যেই প্রতিক্রিয়াটি প্রকাশ করে, দৃশ্যঅনুযায়ী একদম পারফেক্ট। এই ভাবেই গানের দৃশ্যের এক্সপ্রেশন আদায় করা হয় কাজলের থেকে।