বলিউডবিনোদনভাইরাল & ভিডিও

Aryan Khan: মুখে মাস্ক, ছোট গাড়ি, আইনজীবী-সহ আরিয়ানকে দেখতে ছুটে গেলেন শাহরুখ! ভাইরাল ভিডিও

Advertisement

মাদক-কাণ্ডে আরিয়ানের জামিন ফের মঞ্জুর হয়ে গিয়েছে বুধবার। স্পেশ্যাল এনডিপিএস কোর্টেও ছেলেকে ছাড়াতে পারলেননা। আবারো আরিয়ানের ঠিকানা মুম্বইয়ের আর্থার রোডের কারারুদ্ধ। প্রায় দশদিন ধরে এখানেই থাছেন তিনি। আর বাড়িতে থাকতে না পেরে এবার ছেলের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার আর্থার রোডের জেলে গেলেন বলিউড বাদশা শাহরুখ। 

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ। আর এই দিন প্রথম প্রকাশ্যে এলেন অভিনেতা। আজ সকাল ৯টা নাগাদ মুম্বইয়ের আর্থার রোড জেলে আসেন শাহরুখ। আর তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভিতর ছেলের সাথে প্রায় ১৫ মিনিট দেখা করেন শাহরুখ। দ্রুত ছেলেকে দেখে বেরিয়ে যান তিনি। তাঁর সঙ্গেই ফেরত যায় আইনজীবীদের দলটিও।

ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি পুরোটাই অন্তরালে রাখতে চেয়েছিলেন শাহরুখ। যে কারণে কারুর সন্দেহ না হয় তাই বড় গাড়ির বদলে ছোট গাড়ি নিয়ে যান। গাড়ির কাচ ও ছিল কালো। তখনও বাণিজ্যনগরীতে অফিস সময় ঠিকঠাক শুরু হয়নি। তবে আর্থার জেলে বাদশার আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল একাধিক সংবাদমাধ্যম।ফলে তারা আর্থার রোড জেলের মূল ফটকের বাইরে জমায়েত করেছিল।শ হরের মধ্যে একটি ব্যস্ত রাস্তার উপর এই জেলের ফটকে অল্প লোক জমায়েত হলেই মনে হয় বিশাল ভিড়। বৃহস্পতিবার সকালেও তার অনথা হয়নি। বলিউড সূত্রের খবর, বুধবারেই জেল কর্তৃপক্ষের থেকে ছেলের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন শাহরুখ। সেই মতো সকাল সকাল তিনি পৌঁছন জেলে।

আরিয়ানের সঙ্গে দেখা করে আর্থার জেল থেকে বেরোনর পর শাহরুখ সংবাদমাধ্যমের মুখে পড়লেও এদিন কোনো কথাই বলেননি। এমনকি কথা বলেননি জেলের তরে যাওয়ার সময়েও। এদিন লম্বা-চওড়া চেহারার দেহরক্ষী অভিনেতাকে ঘিরে ছিলেন। আর তাঁরাই দ্রুত গাড়িতে তুলে দেন । অবিলম্বে জেলচত্বর ছেড়ে যান শাহরুখ। তাঁর সাথে বেরিয়ে যায় তাঁর আইনজীবীর দলও।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর একটি বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ান-সহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়। সেদিন রাত থেকে লম্বা জেরার পর ৩ তারিখে তাঁদের সরকারি ভাবে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তার পরে ওই মামলায় আরও অনেককে গ্রেফতার করা হয়েছে। সেদিন থেকেই আরিয়ানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে। গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একাধিক বার তাঁর জামিনের আবেদন করা হলে প্রতিবারই সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে।

Related Articles

Back to top button