Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চিনতে পারছেন এই বলিউড হিরোকে? প্রেমে পড়লেন অগণিত অনুরাগীরা

Updated :  Tuesday, February 22, 2022 1:26 PM

সম্প্রতি বলিউডের কিং খানের নতুন লুকে মুগ্ধ গোটা নেটপাড়া। সোশ্যাল মিডিয়ার পাতায় হোক কিংবা বড়পর্দায় তার উপস্থিতি হাসি ফোটায় দর্শকদের মুখে। সম্প্রতি নেটদুনিয়ায় শাহরুখ খানের একটি নতুন অভিনব লুক রীতিমতো ভাইরাল হয়েছে। যা এখন ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। অভিনেতার এই নতুন লুক পছন্দ হয়েছে অনেকেরই।

শাহরুখ খানের একবার তাকানোতেই ফিদা হয়ে যান তার অগণিত ভক্তগণ। একবার তার হাত খুলে দাঁড়ানো দেখতে উদগ্রীব হয়ে থাকে লাখো লাখো মানুষ। ৫৫ পেরিয়েও তার  গ্ল্যামার কমেনি এতটুকুও, বরং বেড়েছে অনেক গুণ। তবে সম্প্রতি অভিনেতাকে লম্বা চুলে, সাদা বিয়ার্ডের পাশাপাশি কালো ট্যাক্সিডোতে দেখা গিয়েছে। এই বেশে একেবারে অন্যরকম লাগছিল শাহরুখ খানকে, তা বলাই বাহুল্য।

চিনতে পারছেন এই বলিউড হিরোকে? প্রেমে পড়লেন অগণিত অনুরাগীরা

এই নতুন লুক প্রকাশ পাওয়ার পর থেকেই অনেকেই ভেবেছিলেন এটি অভিনেতার ‘পাঠান’ ছবির লুক। আবার অনেকেই ভেবেছিলেন নতুন কোন ফটোশুটে অংশ নিয়েছেন অভিনেতা, আর সেই ফটোশুটেরই ছবি এটি। তবে এই দুটির মধ্যে কোনটিই সত্যি নয়। আসলে এটি অভিনেতার পুরোনো একটি ছবি।

জনপ্রিয় ফটোগ্রাফার ডাব্বু রত্নানির তোলা পুরনো ফটোশুটের একটি ছবিকে ফটোশপের মাধ্যমে এডিট করা হয়েছে। আর এই অভিনব কাজটি করেছেন অভিনেতারই কোন এক ভক্ত। ফটোশপকে কাজে লাগিয়ে শাহরুখ খানকে এমন লুক দিয়েছেন তিনি, যা সোশ্যাল মিডিয়ার পাতায় তুমুল ভাইরাল হয়েছে। পছন্দ করেছেন অভিনেতার অগণিত ভক্তগণও। তার এই নিখুঁত কাজের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি।