Viral: সুহানা এবং নয়ন তারাকে নিয়ে তিরুপতি দর্শনে শাহরুখ খান, জওয়ান ছবির আগে ব্যাপক হইচই

আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি জওয়ান। এর প্রাক্কালে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান তার কন্যা সুহানা খানের…

Avatar

আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি জওয়ান। এর প্রাক্কালে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান তার কন্যা সুহানা খানের সঙ্গে। এছাড়াও তার সঙ্গে ছিলেন তার ম্যানেজার পূজা দাদলানি। এছাড়াও তার সঙ্গে ছিলেন তার জওয়ান সহ অভিনেত্রী নয়ন তারা। তিনি তার স্বামী বিগনেস শিবানের সাথে মন্দিরে উপস্থিত হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে শাহরুখ খানের নতুন ছবি জওয়ান।

তবে, ছবি মুক্তির আগে মন্দিরে যাওয়া এসাআরকের কাছে খুব একটা নতুন কিছু নয়। সপ্তাহখানেক আগে, জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন তিনি, ছবি মুক্তির জন্য প্রার্থনা করতে। সেখানে তিনি বৈষ্ণোদেবী তীর্থ বোর্ডের আধিকারিক কয়েকজন পুলিশ কর্মী এবং সুপারস্টারের ব্যক্তিগত কর্মীদের সঙ্গে একসাথে গিয়েছিলেন। তাকে সেখানে একটি নীল রঙের হুডি পরে দেখা গিয়েছিল।

তবে শুধু জওয়ান নয়, রাজকুমার হিরানির সঙ্গে ডাংকি ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। সেই ছবিতে তার সহ অভিনেত্রী হবেন তাপসী পান্নু যা এই বছর মুক্তি পেতে চলেছে। প্রায় চার বছর ধরে শাহরুখ খান বড় পর্দা থেকে দূরেই ছিলেন,। কিন্তু আবার ২০২৩ সালে তার নতুন করে আগমন ঘটে। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে এই বছর ভারতের সবথেকে বড় হিট পাঠান ছবিটি উপহার দিয়েছেন তিনি। সেই ছবির সাফল্যের পর এবার আসছে জওয়ান। সব মিলিয়ে শাহরুখ খানের সময়টা বেশ ভালই চলছে।