বর্ণ বিদ্বেষ ভুলে গ্ল্যামারাস ছবিতে ঝড় তুললেন শাহরুখ কন্যা সুহানা খান

কাউকেই তোয়াক্কা করেন না শাহরুখ কন্যা সুহানা। গায়ের রঙ কালো বলে অনেকেই কু-মুন্তব্য করেছেন সুহানাকে। কালি বিল্লি, কালি ভুত্নি,ব্ল্যাক উইচ এরকম যাবতীয় অশ্লীল কথার শিকার হয়েছিলেন সুহানা। বর্নবৈশম্য নিয়ে প্রতিবাদও…

Avatar

কাউকেই তোয়াক্কা করেন না শাহরুখ কন্যা সুহানা। গায়ের রঙ কালো বলে অনেকেই কু-মুন্তব্য করেছেন সুহানাকে। কালি বিল্লি, কালি ভুত্নি,ব্ল্যাক উইচ এরকম যাবতীয় অশ্লীল কথার শিকার হয়েছিলেন সুহানা। বর্নবৈশম্য নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন কিং খানের কন্যা। অবশ্য নেটিজেনরাও চুপ করে থাকেন নি।

তাঁরাও প্রতিবাদের সুরে বলেন শাহরুখ যখন ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করেন, তখন কেন সুহানার কিছু মনে থাকে না! ‘ফর্সা মানেই সুন্দর’, এমন ক্রিমের বিজ্ঞাপনের সঙ্গে শাহরুখ কেন চুক্তিবদ্ধ হয়েছেন বলেও প্রশ্ন তোলেন অনেকে। শুধু তাই নয়, বর্ণ বিদ্বেষ বা বর্নবৈশম্য যদি বন্ধ করতে হয়, তাহলে সুহানার নিজের ঘর থেকেই তা শুরু করা উচিত বলেও মত প্রকাশ করেন অনেক নেটিজেন। যদিও সুহানা বিষয়টি নিয়ে পালটা মুখ খোলেননি।

https://www.youtube.com/watch?v=Zv0vhpaB2Zo&ab_channel=FairandHandsome

বর্তমানে সুহানা তাঁর ইন্সটা থেকে নেটিজেনদের কমেন্টসের স্ক্রিনশটের পোস্টটি ডিলিট করে দিয়েছেন। বরং সেখানে সংযোগ করেছেন নিজের কিছু গ্ল্যামারাস ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2) on

তাহলে ‘বর্ণ বিদ্বেষ বা বর্নবৈশম্য’ এই ব্যপারটির কি হল?