নরেন্দ্র মোদীর কারনে ভারত-পাক সম্পর্ক নষ্ট হচ্ছে, দাবী পাক ক্রিকেটারের
এবার পাক-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারনে ভারত-পাক সম্পর্ক নষ্ট হচ্ছে। মোদী যতদিন ভারতের প্রধানমন্ত্রীত্ব পদে থাকবেন ততদিন ভারত ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হবে না বলে দাবী করেছেন পাক ক্রিকেটার।
তিনি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে আরও বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করতে চান বা তার এজেন্ডা আসলে কী চায় তা তার বোধগম্য নয়। পাক ক্রিকেটার আরও বলেন, দু’দেশের মানুষ একে অপরের দেশে ঘুরতে যেতে চায়, বা তারা ভ্রমন করতে ইচ্ছুক, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কখনোই তা হতে দিতে প্রস্তুত নন। মোদীর জন্য ভারত- পাকিস্তান সম্পর্কে টান ধরছে।
আরও পড়ুন : ভারতের সাথে কী কী বিষয়ে চুক্তি করল আমেরিকা, দেখুন একনজরে
ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষীয় ক্রিকেট সম্পর্ক আবার শুরু হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আফ্রিদি পাকিস্তানের এক ক্রিকেটের সাক্ষাৎকারে জানান, “যতদিন নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবেন, ততদিন পর্যন্ত আমি ভাবি না যে আমরা ভারত থেকে কোনও প্রতিক্রিয়া পাব।”
২০১৩ সালের ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল মিলিত হয় ভারতে একটি তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের জন্য কিন্তু সেই খেলা সংগঠিত হয়নি। ভারতের ক্রিকেট দল শেষ পাকিস্তান সফরে আসে ২০০৬ সালে রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন। এরপর ২০০৮ সালের নভেম্বরের ২৬ তারিখ মুম্বাই সন্ত্রাস হামলার পর দু’দল আইসিসি টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হয়নি বলে জানিয়েছেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি।