Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বক্সঅফিসে আয়ের রেকর্ড করলো শাহরুখ খানের Jawan, জেনে নিন খুঁটিনাটি

Updated :  Saturday, September 9, 2023 6:14 PM

আজকাল ফ্লিম ইন্ড্রাস্ট্রিতে প্রভাব বেড়ে গেছে দক্ষিণী ফ্লিম ইন্ড্রাস্ট্রির। একের পর এক হিট সিনেমা অফার করছে এই ইন্ড্রাস্ট্রি। তবে বহুদিন পর এবার এমন এক হিন্দি বলিউড সিনেমা রিলিজ করেছে যা ১০০ কোটির ক্লাব স্পর্শ করেছে। বলার দরকার পড়ে না যে এই সিনেমায় রয়েছেন বলি প্রেমের জনক শাহরুখ খান। তাঁর নতুন ‘জওয়ান‘ সিনেমা ভারতের মাটিতে হইচই ফেলে দিয়েছে। ২০০৮ সালে গজনী মুক্তির পর বলিউড ১০০ কোটির ক্লাব দেখেছিল। মাঝে কেটে গেছে অনেক বছর। এবার শাহরুখ খানের হাত ধরে ফের নব যৌবন ফিরে পেল বলিউড ইন্ড্রাস্ট্রি।

২০০৮ সালে আমির খান বলিউডে ১০০ কোটির ক্লাব স্পশ করেছিল। চার সপ্তাহে তাঁর সিনেমা আয় করেছিল ১১৪ কোটি টাকা। প্রথম সপ্তাহে এই সিনেমা আয় করেছিল ৫৫.২৬ কোটি টাকা। এটি ছিল বলিউডের রেকর্ড। এবার সেই রেকর্ড স্পর্শ করতে পারল শাহরুখ খানের জওয়ান সিনেমা। এই ছবি সব রেকর্ড চুরমার করে প্রথম দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করেছে।

মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সমস্ত জায়গাতেই এই সিনেমার জনপ্রিয়তা চোখে পড়ছে। সকাল হোক কি রাখছি বা দুপুর বেলাতে হলেও সমস্ত শো হাউজফুল চলছে। দামের তোয়াক্কা না করে সমস্ত সিনেমা হলে এই সিনেমা দেখতে পৌঁছে যাচ্ছেন ভারতীয় দর্শকরা। আপনি যদি এখন ওই সিনেমা না দেখে থাকেন তাহলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে নিন।