অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিটি এই মুহূর্তে নজর কেড়েছে নেটনাগরিকদের একাংশের। পাশাপাশি উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতেও। সম্প্রতি অভিনেত্রী একটি উষ্ণ ফটোশুটে অংশ নিয়েছিলেন। সেখানে সবুজ গাছপালার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তুলেছেন ছবি। ফ্লন্ট করেছেন নিজের সাদা ডিজাইনার ব্লালেটও। সাথে সবুজ রঙের ওভার সাইজ ব্লেজার ঝুলিয়ে রেখেছিলেন কাঁধে। পরেছিলেন সবুজ ঢিলা-ঢালা ফর্মাল প্যান্টও। চুল খোলা রাখলেও, তা সেট করে নিয়েছিলেন জেল দিয়ে। এদিন হালকা মানানসই অলংকারে নুড গ্লসি মেকাপে নিয়েছিলেন তিনি। তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট, যা রাতের ঘুম উড়িয়েছে তার ভক্তদেরও। এই মুহূর্তে অভিনেত্রী নিজের এই শেয়ার করে নেওয়া সাম্প্রতিক লুকের সূত্র ধরেই পুনরায় মিডিয়ার নজর কেড়েছেন নিজের দিকে।
Shama Sikander তার হট লুক দেখাতে তার কোট খুলে ফেললেন, নায়িকার এমন ছবি সামনে এসেছে
ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেত্রী শামা সিকান্দার। ১৯৯৮ সাল থেকে অভিনয় জগৎ'এর সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। ১৯৯৮ সালে 'প্রেম…

আরও পড়ুন