শামী-হাসিন এর দ্বন্দ্ব চরমে!

সুরজিৎ দাস: দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামীর সাথে বৈবাহিক দ্বন্দ্ব এ জড়ান তার স্ত্রী হাসিন জাহান এরপর মামলা ডির্ভোস পর্যন্ত গেলেও শামীর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনেন স্ত্রী হাসিন। হাসিন অভিযোগ করেন শামী ও তার ভাই দীর্ঘদিন ধরেই তার উপর শারীরিক নির্যাতন করতেন এছাড়াও হাসিন অভিযোগ আনেন শামী নাকি ক্রিকেটের দুর্নীতির সাথেও জড়িত। যদিও এই অভিযোগের বিরুদ্ধে তেমন প্রমাণ কেউই দিতে পারেন নি অপরদিকে বিসিসিআই এর তদন্তে নেমে শামী কে ক্লিনচীট দেয় এরপর থেকে বিসিসিআই ও শামীর পাশে দাঁড়ায়। সম্প্রতি হাসিন শামীর বিরুদ্ধে উচ্চতর পদক্ষেপ নিলে হাজিরা এড়ানোর দায়ে শামীকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নোটিশ দেয় আদালত। এতেই থেমে না থেকে হাসিন এদিন বললেন “পশ্চিমবঙ্গ এ আছি তাই সত্যের জন্য লড়াই করতে পারছি কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ বারবার আমার সাথে দুর্ব্যবহার করেছে এবং শামীর পরিবারের সাথে মিলে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে”।