সম্প্রতি এক নতুন সমালোচনা ডানা বেঁধেছে রাজনৈতিক মহলে। অভিনেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh) উদ্দেশ্যে সম্প্রতি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Kha) কটাক্ষ করে ‘যৌনকর্মী’ বলেন। দলের হয়ে ক্ষমা চাইলেন শমীক ভট্টাচার্য ( Samik Bhattacharjee)। তিনি এইদিন সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরণের অশালীন মন্তব্য দল সমর্থন করেনা।
শুক্রবার শমীক ভট্টাচার্য বলেন,”সৌমিত্রের এমন মন্তব্যকে দল সমর্থন করেনা। এটা তার ব্যক্তিগত মন্তব্য বলে ও দল এড়িয়ে যেতে পারেনা বিষয়টিকে।” এখানেই শেষ নয়। দলের তরফ থেকে ক্ষমা চান শমীক। তার বক্তব্য,”এমন ভাষা বিজেপির নয়। যারা এই সমস্ত বলছেন, দল তাদের বিষয়ে ভাবছে। আমি দলের দিক থেকে বাংলা বাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ” শমীক ভট্টাচার্যের তরফ থেকে এমন মন্তব্য করার পরে সায়নী বলেন,” আমি শমীকা দা এবং বিজেপির বাকিদের ধন্যবাদ জানাচ্ছি। শমীক দার এমন কথায় অনেকটা সম্মান বাড়ল বিজেপির প্রতি। আমি অনেকটা আশ্বস্ত বোধ করছি। আমি কোনও রাজনৈতিক দলে নেই। স্বাধীন মেয়ে, আমার যা পরিচয় আমি খেটে নিজে অর্জন করেছি। আমার মনে হয়, কেউ কোনও কিছু বলতেই পারেন, সেই জন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। রাজনীতি মানে নোংরা, অভিনেত্রী মানে সেই লাইনে কাজ করে, এমন ভাবনা টা আমাদের বদলানো উচিৎ।”
প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব বর্ধমানের খণ্ডকোষে সভায় সায়নী ঘোষ, দেবলীনা দত্তদের সম্পর্কে বলতে গিয়ে সৌমিত্র খাঁ তাঁদের যৌনকর্মী বলে আক্রমণ করেন। তিনি বলেন,”আমি সায়নী ঘোষকে বলতে চাই, তোমরা এই ধরণের কথা বলছ, ধর্মতলায় বসে নাটক করছ। আমরা তা বলছিনা। তোমরা যেদিন মসজিদে আজান পড়বে আমরা কিছু খারাপ কাজ করব। কিন্তু তৃণমূলের চাকরের মত কিছু অভিনেতা-অভিনেত্রীরা বলছে দুর্গাপুজোর অষ্টমীর দিন গরুর মাংস খাওয়াবে। আমরা বলতে পারি, দেখুন যে যাঁর ধর্মে বিশ্বাস করি। কিন্তু আমাদের শিবলিঙ্গকে যাঁরা অপমান করেছে, আমাদের মা মনসাকে যাঁরা অপমান করে তারাই অরিজিনাল যৌনকর্মী বলে আমি মনে করি।”
তার উত্তরে লম্বা পোস্ট করেন সায়নী ঘোষ। তিনি লেখেন,”সৌমিত্র বাবু আপনার কষ্ট টা আমি বুঝি। রাগে শোকে আপনার ভারসাম্য হারিয়েছে। আমি কে বা কি তা আপনার থেকে জানব না।” অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের ক্ষমা চাওয়ার পরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লেখেন,”শমীক একজন সুবক্তা। আদর্শগত তফাৎ থাকতে পারে, তবে আমি বলব, শমীক যা করেছেন, তা ঠিক করেছেন।”