শেয়ার বাজার নিম্নমুখী, সেনসেক্স পড়ল ১৫০০ পয়েন্ট

করোনার থাবাতে শেয়ার বাজারে ধস।  ক্রমাগত নিম্নমুখী হচ্ছে শেয়ার বাজার। সোমবার সেনসেক্স পরে যায় ১৫০০ পয়েন্ট। নিম্নমুখী নিফটিও। মোটামুটি ৪৫০-র  নিচে দাঁড়িয়েছে নিফটি। নিফটির সূচকের মান  ১০,৫৫১। তবে ইয়েস ব্যাংকের শেয়ার একটু বেড়ে ২২-এ এসে দাঁড়িয়েছে। শেয়ার বাজারে উর্দ্ধমুখী হয়েছে  গোটা কয়েক কোম্পানি, যার মধ্যে রয়েছে সিএসসি, বিপিসিএল। তবে বাকি প্রায় বেশিরভাগের শেয়ার নিম্নমুখী। কোনটা আবার খুব অল্প পরিমান বেড়েছে, আবার কমছে।

শেয়ার বাজারের অবস্থা খুব শোচনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০০৮ সালের পরিস্থিতি ফিরে  আসতে পারে বলে অনেকে মনে করছেন। এর মূল কারণ হিসাবে বলা হচ্ছে করোনা ভাইরাসের প্রভাবকে। করোনার আতঙ্ক ইতিমধ্যেই  থাবা বসিয়েছে বিশ্বের প্রায় ১০৫ টি দেশে।চীন ,ইতালি , ইরান, ফ্রান্স,আমেরিকা প্রভৃতি দেশে এই ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে।

আরও পড়ুন : সোনার দামে পতন, দাম নামলো ৪৫ হাজারের নীচে

পাশাপাশি ভারতে এই ভাইরাসে কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।  সোমবার কেরালাতে ৩ বছরের শিশুর করোনাতে আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। বাংলাদেশে ও ইতিমধ্যে ৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। সবথেকে বেশি মৃত্যু হয়েছে চিনে।  আর রবিবার একদিনে ইতালিতে ১৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশ্বের সব দেশেই কড়া সতর্কতা অবলম্বন করা সত্বেও এই ভাইরাসের প্রভাব থেকে নিস্তার মিলছে না। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসের সংক্রমণ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।