Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

শেয়ার বাজারের ধস অব্যাহত, সেনসেক্স পড়ল ২০০০ পয়েন্টে

Advertisement

শেয়ার বাজারের ধস অব্যাহত। সপ্তাহের শুরুতে বাজার খুলতেই ধস নামল শেয়ার বাজারে। সোমবার নিম্নমুখী সেনসেক্স ও নিফটি। সোমবার সেনসেক্স নেমেছে ২০০০ পয়েন্ট। আর নিফটি নেমেছে প্রায় ৫০০ পয়েন্ট।

করোনার জেরে এই ধস মার্কেটে। এর প্রভাব ব্যাঙ্ক ও আইটি সেক্টরগুলিতে পড়েছে। ইনডলসিন্ড ব্যাঙ্ক ১২ শতাংশ নিচে নেমেছে। এছাড়া টাইটান, টাটা স্টিল ,বাজাজ ফিন্যান্স এবং এক্সিস ব্যাঙ্ক-র শেয়ার সূচক অনেক নিম্নমুখী। তবে স্টেট ব্যাঙ্কের পশে থাকার দৌলতে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম কিছটা বেড়েছে। এছাড়া অপরিশোধিত তেলের দাম কমাতে শেয়ার বাজারে তার প্রভাব পড়ছে।

আরও পড়ুন : সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও, জানুন আজকের সোনার ও রুপোর দাম

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছিল যে বিশ্ব মার্কেটকে মনিটরিং করা হচ্ছে। তারা মার্কেটকে শক্তিশালী ও ঠিক করার জন্য চেষ্টা করছেন। তবে বিশেষজ্ঞদের মতে ২০০৮ সালের ভয়াবহ বাজার সৃষ্টি হতে পারে। তবে এর পুরো কারণটাই হল করোনা ভাইরাস বলে তারা মনে করছেন।

Related Articles

Back to top button