Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খেলা চলাকালীনই ঘুম, পাচ্ছেন মোটা টাকা বেতন!

Updated :  Tuesday, October 22, 2019 7:56 AM

ভারত বনাম সাউথ আফ্রিকা বিশাখাপত্তম ও পুনে দুই টেস্টে ভারতের দুর্ধর্ষ ব্যাটিং এবং বোলিং এর ওপর ভর করে ভারত জয় লাভ করে।

ধোনির ঘরের মাঠ রাঁচিতে তৃতীয় টেস্টে প্রথম দুই দিনে রোহিত, রাহানের রানের ওপর ভর করে জয়ের আশা প্রথমেই জাগিয়ে দিয়েছিল। রোহিত, রাহানে, বিরাট, উমেশ ও শামির ওপর কোচ রবি শাস্ত্রীকে অনেকটাই নিশ্চিন্ত করেছিল।

আর এই টেস্ট জিতলেই প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করবে ভারত। তার জন্য নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন তিনি প্যাভিলিয়নে। যখন উমেশ, শামি মাঠে তাদের সেরা ইনিংস খেলেছেন তখন ভারতীয় দলের হেড কোচ ঘুমোচ্ছেন। ক্যামেরা ওই দিকে ঘুরতেই সেই ছবি তখন টেলিভিশনের পর্দায় দেখতে পেল দর্শকরা।

রবি শাস্ত্রীর এই ছবি সাথেসাথেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আর এই নিয়ে রবি শাস্ত্রী কে নিয়ে অম্লরসাত্মক নানান মন্তব্য ভেসে আসছে। কেউ বলছে, “বছরে ১০ কোটি টাকা কি তাকে ঘুমনোর জন্য দেওয়া হয়, আবার কেউ বলছে ঘুম দিয়ে মোটা টাকা পাচ্ছেন।”