Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“যে দলেই যান না কেনো, শুভেন্দুর বামপন্থী খুনের ক্ষমা নেই”, বিস্ফোরক শতরুপ ঘোষ

Updated :  Monday, November 16, 2020 1:30 PM

শুভেন্দুকে নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় চরমে। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের ব্যানারে অনেক জায়গায় সভা করে চলেছেন শুভেন্দু। শুধু সভা করাই না, তিনি তৃণমূলের নাম না নিয়ে কার্যত হুংকার দিয়েছেন তিনি। বিজেপিতে শুভেন্দু র যোগদান নিয়েও জল্পনা বাড়ছে ক্রমাগত। বিজেপি নেতা সায়ন্তন বসু তাকে সরাসরি বিজেপিতে যোগদানের আহ্বান দিয়েছেন। এই অবস্থায়, শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সিপিআইএম নেতা শতরুপ ঘোষ। শনিবার বারাসাতে কালীপুজোর স্টল উদ্ভোধনে গিয়ে তিনি শুভেন্দু র বিরুদ্ধে মন্তব্য করলেন।

শতরূপ বললেন, ” শুভেন্দু তৃণমূলে থাকেন আর বিজেপিতে যোগ দেন, বামপন্থীরা তার খুনের পাপ ভুলবে না। আগামী বিধানসভায় যদি বাম কংগ্রেস জোট যেতে, তাহলে তৃণমূল নেতাদের মারতে মারতে জেলে ঢোকানো হবে।” তিনি আরো বলেন, ” জার্সি বদল করলেই হবে না, নন্দীগ্রাম আর খেজুরিতে বামপন্থী এবং সাধারণ মানুষকে খুন করার ইতিহাস মানুষ ভুলবে না।” চিটফান্ড দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে শতরুপ বলেন, ” জার্সি বদল করলে চুরির পাপ ধুয়ে যায় না।”

তৃণমূলের বিরুদ্ধে তিনি বলেন,” তৃণমূলের মৃত্যু প্রমাণপত্র তৈরি। এবার বিজেপি এলে তৃণমূল নেতারা ১০ বছর পরে বিজেপি নেতা হয়ে আরো ৫ বছর লুঠ করবে। চুরির টাকায় তৃণমূল নেতাদের বাড়ি, গাড়ি তো বটেই গায়ের জামা খুলে মানুষের টাকা দিতে হবে।”