Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবশেষে মেয়ে সোনাক্ষী সিনহার জেদের সামনে মাথা নত করলেন শত্রুঘ্ন সিনহা, মেনে নিলেন গোপন বাগদান

Updated :  Saturday, July 16, 2022 8:23 AM

বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁর অসাধারণ সুন্দর অভিনয় এবং মিষ্টি এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে লাখ লাখ ভারতবাসীর। তিনি একদিকে যেমন গোটা চলচ্চিত্র ক্যারিয়ারে প্রচুর সম্মান অর্জন করেছেন, ঠিক অন্যদিকে তাঁর অর্থ বা সম্পত্তির কোনো কমতি নেই। এই অভিনেত্রী ভারতীয় দর্শকদের একাধিক সুপার ডুপার হিট হিন্দি ছবি উপহার দিয়েছেন। তবে সম্প্রতি এমনই এক খবর সামনে এসেছে যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। সোনাক্ষীর জীবনের এমন ব্যক্তিগত বিষয় নিয়ে তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই খবর যে সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা নিজের সম্পত্তি থেকে বেদখল করেছেন সোনাক্ষীকে। অর্থাৎ, শত্রুঘ্ন সিনহার সম্পত্তি বা টাকা পয়সার ওপর কোনো অধিকার থাকবে না মেয়ের। এই খবর নিয়ে চর্চার মাঝেই আরও একটি খবর প্রকাশ্যে এসেছে যা শুনে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। কিছুদিন আগে এক খবর সামনে এসেছিল যে অবশেষে গোপনে বাগদান সেরে নিয়েছেন সোনাক্ষী সিনহা। শুনে অবাক লাগলেও, এমনটাই সত্যি। তবে এখানে প্রশ্ন উঠছে সোনাক্ষী সিনহা কার সাথে গোপনে বাগদান সেরেছিলেন?

অবশেষে মেয়ে সোনাক্ষী সিনহার জেদের সামনে মাথা নত করলেন শত্রুঘ্ন সিনহা, মেনে নিলেন গোপন বাগদান

আসলে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ফাঁস হয়েছে যেখানে সোনাক্ষি সিনহার বাগদানের আংটি দেখা গিয়েছে। আর এই ছবি দেখেই নেটিজেনরা মনে করছেন যে লুকিয়ে লুকিয়ে বিয়ে সেরে নিয়েছেন অভিনেত্রী। এছাড়া সোশ্যাল মিডিয়াতে এও বলা হচ্ছে যে সোনাক্ষী সিনহা সালমান খান পরিবারের পুত্রবধূ হয়েছেন। এরপর জানা গিয়েছে শত্রুঘ্ন সিনহার থেকে সমস্ত ঘটনা গোপন রাখলেও এখন সকলেই এই কথা জেনে গিয়েছে। তাই প্রথম থেকে অসম্মতি থাকলেও এখন মেয়ের জেদের সামনে মাথা নত করতে হচ্ছে শত্রুঘ্ন সিনহাকে। তাকে মেয়ের বিয়ে মেনে নিতে হয়েছে।

জানা গিয়েছে, সোনাক্ষী সিনহা জহির ইকবাল নামক এক ছেলের সাথে বাগদান সেরে নিয়েছেন। এই জহির ইকবাল সালমান খানের নিজের ছেলে না হলেও, ভাইজান তাকে নিজের ছেলের মতই ভালবাসেন। তাদের মধ্যে বেশ ভাল সম্পর্ক রয়েছে। তাই বলা যেতে পারে অত্যন্ত গোপনে সোনাক্ষী সিনহা সালমান খানের পুত্রবধূ হয়ে গেছিলেন। তবে কিছুদিন আগে ইন্টারনেট দুনিয়াতে সালমান খান এবং সোনাক্ষী সিনহার যে সমস্ত ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল তা একদমই সত্য ছিল না।