Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মেয়ে সোনাক্ষী সিনহার জেদের সামনে হেরে গেলেন শত্রুঘ্ন সিনহা, সেলিম খানকে আত্মীয় বানাতে হল, এটাই পুরো সত্য

Updated :  Sunday, July 17, 2022 10:53 AM

সোনাক্ষী সিনহা এই মুহূর্তে শুধুমাত্র ভারতেই নয় বরং সারা দুনিয়ার একজন জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। তার অভিনয় দক্ষতা এবং তার স্বভাব সবকিছুর জন্যই সকলেই তাকে খুব পছন্দ করে থাকেন। তবে, মাঝে মধ্যেই তাকে নানা বিতর্কের সম্মুখীন হতে হয় নানার সময়ে। বলিউডে তিনি কয়েকশো সুপারহিট সিনেমায় কাজ করেছেন এবং এই কারণে তিনি এই মুহূর্তে বলিউডে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন। একটা সময় পর্যন্ত সালমান খানের সঙ্গে সোনাক্ষী সিনহার প্রত্যেকটি সিনেমা ছিল অত্যন্ত হিট। আসলে বলতে গেলে সেলিম খানের ছেলে সালমান খানের সঙ্গেই কেরিয়ারের সবথেকে বেশি হিট সিনেমাগুলি করেছেন সোনাক্ষি সিনহা এবং যার জেরেই সোনাক্ষী সিনহা আজকে এই জায়গায় দাঁড়িয়ে। সালমান খানের দাবাং সিরিজে তার সঙ্গে সালমান খানের জুটি ছিল একেবারে অনবদ্য। তবে সোনাক্ষী সিনহা অনেক সময় তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন।

সম্প্রতি, একটি নতুন খবর সামনে এসেছিল যেখানে দেখা যাচ্ছিল সোনাক্ষী সিনহা ইতিমধ্যেই নিজের বিয়ের আশীর্বাদ পর্ব সেরে ফেলেছেন এবং খুব শীঘ্রই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। অন্যদিকে, মিডিয়া রিপোর্ট বলছে সেলিম খানের পুত্রবধূ হওয়ার সম্ভাবনা রয়েছে তার। এখন মিডিয়া বেশ দ্বন্দ্বের মধ্যে এসে দাঁড়িয়েছে, কার সঙ্গে বিয়ে করবেন সোনাক্ষি সিনহা। এখন সেলিম খানের পুত্রবধূ হওয়া মানে কি তাহলে অবশেষে সালমান খানের সঙ্গে বিয়ে হচ্ছে সোনাক্ষী সিনহার? সেই নিয়ে এই এখন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে জোরদার দ্বন্দ্ব।

আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগেই সোনাক্ষী সিনহা নিজের প্রেমিকের সঙ্গে সেরে ফেলেছেন বাগদান। নিজের দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন এই বলিউড সুন্দরী। একটা দীর্ঘ সময়ের জন্য সালমান খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সেসবের কোন ভিত্তি রইল না। কিন্তু তবুও কোনভাবেই সেলিম খানের পুত্রবধূ হওয়া থেকে আটকাতে পারলেন না সোনাক্ষী সিনহাকে। সালমান খানের মতো কি তাহলে জাহিদ ইকবালও সেলিম খানের পুত্র অথবা পুত্রস্থানীয়? চলুন এটাই জেনে নেওয়া যাক আজকের আর্টিকেলে।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চার মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা এবং সেটা শুধুমাত্র তার বিয়ের জন্য। শোনা যাচ্ছে তিনি নিজের আশীর্বাদ সেরে ফেলেছেন এবং খুব শীঘ্রই তিনি সেলিম খানের পুত্রবধূ হতে চলেছেন। তবে, আমরা আগেই বলেছি, সালমান খানের সঙ্গে কিন্তু তার বিয়ে হচ্ছে না বরং তার বিয়ে হচ্ছে জাহির ইকবাল নামের একজন ব্যক্তির সাথে। কে আসলে এই জাহির ইকবাল? আপনাদের জানিয়ে রাখি, জাহির হলেন সালমান খানের পরিবারের একজন ফ্যামিলি ফ্রেন্ড এবং সালমান খান রীতিমতো তাকে নিজের একজন ভাইয়ের মতো করেই ট্রিট করে থাকেন। সেলিম খানেরও একেবারে পুত্রস্থানীয় তিনি। সেই সুত্রেই এবারে সেলিম খানের সঙ্গে একটা সম্পর্কে বাধা পড়তে চলেছেন সোনাক্ষী সিনহা। হতে চলেছেন সেলিম খানের পুত্রবধূ।