Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dahaad: শত্রুঘ্ন কন্যা পা রাখতে চলেছেন ওয়েব দুনিয়ায়, মে মাসেই মুক্তি পেতে চলেছে ‘দাহাদ’

Updated :  Friday, April 21, 2023 11:33 AM

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম শত্রুঘ্ন সিনহা। একসময়ের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। শুরু থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। যেকোন ধরনের চরিত্রেই সাবলীল ছিলেন অভিনেতা। রাজনীতির ময়দানেও তার পরিচিতি রয়েছে ভালোই। একাধিকবার পরিবর্তন করেছেন দলও। কারণে অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় অভিনেতাকে। কখনো নিজের কারণে, আবার কখনো নিজের সন্তানদের কারণে চর্চায় থাকেন তিনি। তবে এই মুহূর্তে নিজের কন্যা সোনাক্ষী সিনহার সূত্র ধরেই চর্চায় অভিনেতা।

সোনাক্ষী সিনহা নিজেও বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। বড়পর্দায় করেছেন একাধিক হিট কাজ। বড়পর্দার পর এবার প্রথমবারের জন্য ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। একেবারে টানটান উত্তেজনা নিয়েই সামনে আসতে চলেছেন দর্শকদের। এবার ভিন্ন লুকেও দেখা মিলবে তার। জানা গিয়েছে, আসন্ন‌ সিরিজে পুলিশের ভূমিকাতেই দেখা মিলবে অভিনেত্রীর। উল্লেখ্য, অভিনেত্রীর আসন্ন ‘দাহাদ’ রহস্য ও অ্যাকশনে ভরপুর। আপাতত, ‘দাহাদ’এর মুক্তির অপেক্ষাতেই দর্শকমহল।

‘দাহাদ’এ শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা ছড়াও অভিনয় করতে দেখা যাবে বিজয় বর্মা, গুলসান দেবাইয়া, অভিষেক ভালেরাও, যোগী সিনহা, সোহম সাহ, সংঘমিত্রা হিতাইশির নামিদামি তারকাদের। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘দাহাদ’এর অফিসিয়াল ট্রেলার, যা খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে দর্শকদের। অ্যামাজন প্রাইমেই আসতে চলেছে ‘দাহাদ’। আপাতত, সেই অপেক্ষাতেই সকলে। উল্লেখ্য, মে মাসের ১২ তারিখেই মুক্তি পেতে চলেছে এটি। টানটান উত্তেজনায় সামিল হতে প্রস্তুত দর্শকরাও।