Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shefali jariwala: গোয়া থেকেই ছবি শেয়ার ‘কাঁটা লাগা’ গার্লের, বিচে সুইম স্যুটেই পোজ দিলেন তিনি

Updated :  Thursday, May 4, 2023 10:33 AM

২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘কাঁটা লাগা’ গানটি। রাতারাতি দর্শকদের মাঝে এক বিশাল জনপ্রিয়তা পেয়েছিল এই গান। পাশাপাশি এই গানের হাত ধরেই রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল শেফালী জোড়িওয়ালারও। সাধারণের মাঝে ‘কাঁটা লাগা’ গার্ল হিসাবেই এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন তিনি। তবে এই মুহূর্তে তাকে দেখলে রীতিমতো অবাক হতে হয়। আগের থেকেও তার সৌন্দর্য যেন বেড়ে গিয়েছে দ্বিগুণ। এই মুহূর্তে নিজের সাম্প্রতিক বেশ কিছু বোল্ড ঝলক ভাইরাল হওয়ার সূত্র ধরেই চর্চায় তিনি।

শেফালী জোড়িওয়ালা বেশ ভালোই সক্রিয় সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও নেহাত হাতে গোনা নয়। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। অভিনয় দুনিয়ায় সেভাবে সক্রিয় না থাকলেও, ইন্ডাস্ট্রির বাইরে নন তিনি। থেকে থেকে অভিনয় দুনিয়ায় দেখা মেলে তার। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন শেফালী। আপাতত, নিজের গোয়া লুককে কেন্দ্র করেই একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী।

বেশ কয়েকদিন আগেই গোয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন শেফালী জোরওয়ালা। খুব সম্ভবত নিজের স্বামীর সাথেই একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, প্রায়ই নিজের স্বামীর সাথে কাটানো একাধিক ঝলক শেয়ার করে নেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে কালো মানানসই মনোকিনিতেই সমুদ্র সৈকতে দেখা মিলেছে তার। খোলা চুলে, একেবারে বিনা মেকাপ লুকেই গোধূলির আলোয় গোয়ার বিচ থেকেই নিজের বোল্ড ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। আর তার সেই ঝলকে মুগ্ধ তার ভক্তমহলের একাংশ। তাদের বেশিরভাগের মত, তিনি আগের থেকেও আরো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছেন। কারোর আবার মনে হয়েছে, তিনি হয়তো অমৃত খেয়ে নিয়েছেন।‌ আর সেই কারণেই এখনো তার রূপের জাদুতে চোখ ধাঁদিয়ে যাচ্ছে একাংশের।