Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Santokh Singh: বিজেপিতে যোগ দেওয়ার পরেই প্রকাশ‍্য রাস্তায় গুলি চালানো হল শেহনাজের বাবার দিকে!

Updated :  Monday, December 27, 2021 12:58 AM

প্রকাশ‍্য রাস্তার মাঝে আচমকা বাইক হামলা বিগ বসের প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিলের বাবার উপরে। গত শনিবার অমৃতসরের জন্ডিয়ালা গুরুর কাছে অভিনেত্রীর বাবা সন্তোখ সিংয়ের উপরে এই হামলা করা হয়। এদিন হঠাৎ করে দুই বাইক আরোহী সন্তোখসিংকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু কেন?

সম্প্রতি অভিনেত্রীর বাবা বিজেপিতে নাম লিখিয়েছেন। এই ঘটনা শনিবার রাত সাড়ে আটটার সময় হয়েছে। কি হয়েছিল সেদিন? ওই দিন অভিনেত্রীর বাবা দলীয় কিছু কাজ করার জন‍্য ওখানে গিয়েছিলেন। যে সময়ের ঘটনাটি ঘটে তখন রাস্তার পাশে গাড়ি থামিয়ে শৌচালয়ে গিয়েছিলেন সন্তোখ সিংয়ের দেহরক্ষী। আর সেই সময় গাড়ির চালকের আসনে বসেছিলেন অভিনেত্রীর বাবা সন্তোখ বাবু। আর তখনই বাইকে চড়ে দুই সওয়ার দুজন অজ্ঞাত পরিচয় যুবক তাঁর উপরে হামলা করে।

গাড়ির পাশে বাইক থামতে কাঁচ নামিয়ে যুবকদের চেনার চেষ্টা করছিলেন সন্তোখ জী। আর ততৎক্ষণাৎই বাইকের পেছনের দুষ্কৃতি তাঁর দিকে নিশানা করে গুলি চালায়। গাড়ির আশেপাশে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন তারাও সাথে সাথে ইট ছুঁড়ে মারেন বাইক আরোহীদের দিকে। কিন্তু সন্তোখ বাবুকে গুলি চালিয়েই দ্রুত ঘটনাস্থল ত‍্যাগ করেন দুই দুষ্কৃতি। খবর দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে পুলিস ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। কিন্তু সন্তোখের অভিযোগ, পুলিস এফআইআর তো নেয়ইনি, উপরন্তু প্রায় মধ‍্যরাত পর্যন্ত তাঁদের নানান ভাবে হেনস্থা করা হয়েছে।

শেহনাজের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিসের এই আচরণের তিনি তীব্র বিরোধিতা করেন। এমনকি তাঁরা সোমবার এসএসপি দফতর ঘেরাও করবেন। তবে পুলিস সংবাদমাধ্যমকে জানিয়েছে, শনিবারের ঘটনার তদন্ত চলছে। আর পুলিশের তদন্তের পরেই কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে। পুলিস এমনকি আন্দাজ করছেন যে সন্তোষ বাবু নিজের জন্য আলাদা করে সুরক্ষা পাওয়ার জন‍্যই মিথ‍্যে মিথ‍্যে গুলি চালানোর অভিযোগ করেছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যে বিভিন্ন থানায় নাকি শেহনাজের বাবার বিরুদ্ধে নয়টি অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বিগ বসের ১৩ তম সিজনে প্রতিযোগী হয়েছিলেন শেহনাজ গিল। প্রয়াত সিদ্ধার্থ শুক্লার প্রেমিকা বলে বিশেষ পরিচিতি রয়েছে এই অভিনেত্রীর। পাশাপাশি পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় অভিনেত্রীর এবং গায়িকার মধ্যে তিনি একজন।