Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Web Series: গ্রামের ছেলেরা শিল্পা ভাবীর পিছনে মরিয়া, সাবধানে দেখুন এই ওয়েব সিরিজ

Updated :  Friday, January 12, 2024 9:05 PM

কয়েক মাস আগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় ওটিটিগুলির প্রতি সঠিক কন্টেন্ট বাছাই-এর কথা বলা হয়েছিল। কন্টেন্ট বাছাই-এর ক্ষেত্রে আবালবৃদ্ধবনিতার কথা মাথায় রাখতে বলা হয়েছিল ওটিটিগুলিকে। কিন্তু বর্তমানে সব কটি ওটিটি প্রাপ্তবয়স্ক কন্টেন্টের দিকে ঝুঁকেছে। উল্লু, প্রাইম প্লে-র মতো ওটিটিগুলির হাতিয়ার অবশ্যই নিষিদ্ধ বিনোদন। চলতি বছরের 5 ই জানুয়ারি প্রাইম প্লে-র ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজ ‘শিল্পা কা শিকার’-এর অফিশিয়াল ট্রেলার। 5 ই জানুয়ারি রাতেই এই ওয়েব সিরিজটি স্ট্রিম হয়েছে প্রাইম প্লে-তে। এখনও অবধি এই ওয়েব সিরিজটির ট্রেলারের ভিউ অতিক্রম করেছে সাড়ে ছাব্বিশ হাজার।

‘শিল্পা কা শিকার’-এর কাহিনীর কেন্দ্রে রয়েছে একটি পরিবার। এই পরিবারের গৃহকর্তা প্রতি মুহূর্তে তাদের বাড়ির চাকর রাজুকে অপমান কর। রাজু তাকে দারুণ ব্রেকফাস্ট বানিয়ে পরিবেশন করার সময় গৃহকর্তা তার গলায় একটি নতুন গামছা বেঁধে দিয়ে বিদ্রুপ করে রাজুকে বলে সবসময় এই গামছাটা যেন সে গলায় বেঁধে রাখে। এর মধ্যেই বাড়ির স্টোর রুমে ওই ব্যক্তি তাদের বাড়ির কাজের মেয়ের সাথে যৌনতায় লিপ্ত হয়। কিন্তু আড়াল থেকে কেউ তা ভিডিও করে। ওই ব্যক্তি জানতে পারে না ভিডিওর কথা।

সে কাজের মেয়ের উপর শারীরিক কামনা চরিতার্থ করে। কিন্তু এরপর ওই ব্যক্তির গলায় গামছা বেঁধে শ্বাসরোধ করে খুন করে আততায়ী। দানা বাঁধে ষড়যন্ত্র। বাড়িতে চলতে থাকে অবাধ যৌনতা। কিন্তু এই সময় বাড়ির পরিস্থিতি ঠিক করতে এগিয়ে আসে ওই বাড়ির অপমানিত চাকর রাজু। কিন্তু কে এই ভিডিও করেছিল? কে-ই বা গৃহকর্তাকে খুন করেছে? উত্তর পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে প্রাইম প্লে অ্যাপ।