Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কন্যা সামিশাকে রাস্তায় বেড়িয়ে পড়লেন শিল্পা শেঠির , ভাইরাল হল ভিডিও

সম্প্রতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার কন্যা সামিশা পাপারাৎজি ক্যামেরাবন্দি হলো। কিছুদিন আগে সকালে ছোট্ট সামিশাকে নিয়ে নিজের অফিসে এসেছিলেন শিল্পা। মেয়েকে কোলে নিয়ে শিল্পা গাড়ি থেকে নামতেই ঝলসে ওঠে…

Avatar

সম্প্রতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার কন্যা সামিশা পাপারাৎজি ক্যামেরাবন্দি হলো। কিছুদিন আগে সকালে ছোট্ট সামিশাকে নিয়ে নিজের অফিসে এসেছিলেন শিল্পা। মেয়েকে কোলে নিয়ে শিল্পা গাড়ি থেকে নামতেই ঝলসে ওঠে ক্যামেরা। সামিশার পরনে ছিল গোলাপি টপ ও নীল ডেনিম লেগিংস এবং মাথায় গোলাপি রঙের বড় ফুলওয়ালা হেয়ার ব্যান্ড। শিল্পা ও সামিশা-র এই  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার দ্বিতীয় সন্তান সামিশার জন্ম হয় সারোগেসির মাধ্যমে। মেয়ের জন্মের আগে অবধি দ্বিতীয় সন্তান আসার খবর শিল্পা ও রাজ কুন্দ্রা কেউই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। হঠাৎ সামিশার জন্মের খবরে অবাক হয়ে যান সেলেব ও নেটিজেন উভয় পক্ষই। এরপর সামিশার বহু ফটো ও ভিডিও প্রকাশ্যে আসলেও তাতে সামিশার মুখ যাতে দেখা না যায় তার ব্যবস্থা করেছিলেন শিল্পা ও রাজ। পারিবারিক রীতি অনুযায়ী কনক পূজার পর নবজাতিকার মুখ দেখানোর নিয়ম পালন করেছিলেন রাজ ও শিল্পা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

2012 সালে শিল্পার ছেলে ভিয়ানের জন্ম হয়েছিল। এই বছর ভিয়ানের বয়স হলো আট বছর। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় এসে শিল্পা জানিয়েছেন প্রথমবার মা হওয়ার সময় যথেষ্ট ভয় পেয়েছিলেন তিনি। কিন্তু 45 বছর বয়সে এসে এখন তিনি অনেক পরিণত। শিল্পা বলেন, এখন তিনি অনেকটাই সাহসী। তাঁর 45 বছর বয়সে সামিশার জন্ম হয়েছে। যখন তিনি 50-এ পা দেবেন, তখন সামিশার বয়স হবে 5 বছর হবে, এই কথা ভেবে যথেষ্ট উত্তেজিত শিল্পা। তিনি জানান, সামিশার মা হওয়া তাঁর কাছে রীতিমত প্রিয় একটি চ্যালেঞ্জ। এর জন্য নিজেকে ফিট রাখতে যোগা ও মেডিটেশন শিল্পার অন্যতম পছন্দ।

About Author