Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘প্রধানমন্ত্রীর ছুটি না নেওয়াটা এমন কোন বড় ব্যাপার নয়’, মুখপত্র ‘সামনা’য় মোদীকে আক্রমণ শিবসেনার

Updated :  Friday, February 14, 2020 7:42 PM

অরূপ মাহাত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো শীর্ষ সরকারী আধিকারিকরা জনগণের সেবা করার জন্য দীর্ঘ সময় কাজ করবেন এমনই আশা করেন জনগণ। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি যদি ছুটি না নেন তবে সেটা কোনও বড় বিষয় নয়। মুখপত্র ‘সামনা’য় শুক্রবার প্রধানমন্ত্রীর ছুটি না নেওয়া প্রসঙ্গে এমনই জানিয়েছে শিবসেনা।

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিলাসবহুল ভ্রমণ করেন এবং এই ভ্রমণের কয়েকশো কোটি টাকা ব্যয় হয়। অন্যদিকে সাধারণ মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। তাই তাদের বিশ্রামের জন্য ছুটির দরকার পড়ে।’ ‘সামনা’র সম্পাদকীয়তে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এমনই লেখা হয়েছে। বিজেপি দীর্ঘদিনের বন্ধু শিবসেনা সম্প্রতি কংগ্রেস ওএনসিপির সাথে জোটবদ্ধভাবে মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে।

‘সামনা’র সম্পাদকীয়তে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের রাজ্য সরকারী কর্মচারীদের জন্য পাঁচ দিনের কর্মসপ্তাহের নতুন নীতির প্রশংসা করা হয়েছে। তবে একইসঙ্গে এ-ও উল্লেখ করা হয়েছে যে, বিশ্রামের শেষে সবাই যেন কৃষক ও শ্রমিকদের মতো অন্যরাও কঠোর পরিশ্রম করে মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার প্রমাণ দেয়। এতে আরও বলা হয়েছে যে, সরকারী কর্মচারীরা মহারাষ্ট্র সরকারের এই উদ্যোগে খুশি এবং তাদেরকে নতুন উদ্যমে কাজ করে তার প্রতিদান দিন।

ইতিমধ্যে এমএলসি কপিল পাটিল স্কুল, জুনিয়র কলেজ এবং সিনিয়র কলেজগুলির জন্যও পাঁচ দিনের কর্মসপ্তাহের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বর্ষা গাইকোয়াড়ের কাছে একটি চিঠি লিখেছেন।