অরূপ মাহাত: মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে শিবসেনা। তাদের অভিযোগ সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিজেপিকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলেও। শিবসেনাকে দেওয়া হয়েছে মাত্র চব্বিশ ঘন্টা সময়।
এমনকি শিবসেনার পক্ষ থেকে আদিত্য ঠাকরে ও একনাথ শিন্ডে রাজ্যপাল ভগত সিং কোশারীর সাথে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বাহাত্তর ঘন্টা সময় চাইলে রাজ্যপাল তা মঞ্জুর করেননি। ফলে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। এই ব্যাপারে শিবসেনাকে সাহায্য করতে এবং শিবসেনার হয়ে আদালতে মামলা লড়তে রাজি হয়েছেন বর্ষীয়ান আইনজীবী, প্রাক্তন আইনমন্ত্রী ও কংগ্রেস নেতা কপিল সিব্বাল।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় সরকার গড়তে বিজেপিকে দেওয়া সময় শেষ হলে রাজ্যপাল মহারাষ্ট্র বিধানসভার দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে শিবসেনাকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানান। শিবসেনাকে সময় দেওয়া হয় চব্বিশ ঘন্টা। সেই সময়ের মধ্যে এনসিপির সমর্থন পেলেও কংগ্রেসের সমর্থন আদায় করতে পারেনি শিবসেনা নেতৃত্ব। ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য অতিরিক্ত সময় চান তারা। কিন্তু রাজ্য তাদের সময় না দিয়ে তৃতীয় বৃহত্তম দল এনসিপিকে সরকার গড়তে আমন্ত্রণ জানান।