কম সময়ে বাম্পার রিটার্ন, এই স্কিমে টাকা রাখুন, হয়ে যাবেন মালামাল
বাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি মাথায় আসে তা হলো মিউচুয়াল ফান্ড। কিন্তু, মিউচুয়াল ফান্ড বাজার ঝুঁকি সাপেক্ষে। এজন্য মানুষ এসআইপি বেছে নেয়। যেখানে মার্কেটের সাথে যুক্ত হওয়ার পরও রিস্ক কম থাকে এবং রিটার্ন প্রবল। বিনিয়োগ শুরু মাত্র ৫০০ টাকা দিয়ে।
ছোট বিনিয়োগ আছে, টপ-আপ সুবিধা আছে। চাইলে বিরতি নিয়ে আবার শুরু করতে পারেন। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এসআইপি গড়ে ১২% পর্যন্ত সুদ দেয়। অনেক সময় রিটার্ন ১৫ থেকে ২০ শতাংশে পৌঁছায়। চক্রবৃদ্ধি হিসেবে ধরলে দীর্ঘমেয়াদে মুনাফা পাওয়ার সুযোগ আছে। আপনি যত বেশি সময় টাকা রাখবেন স্কোর তত বড় হবে। অর্থাৎ আপনি যত বেশি এসআইপিতে থাকবেন তত বেশি রিটার্ন পাওয়ার সুযোগ পাবেন।
এসআইপি ক্যালকুলেটর অনুসারে, ১০০০ টাকার এসআইপি ৫ বছরে মোট ৬০ হাজার টাকা বিনিয়োগ করা যাবে। ধরা যাক, ১২% রিটার্ন পাওয়া গেল, তাহলে মোট অর্জিত ২২,৪৮৬ টাকা হল। কিন্তু, ৫ বছর পরে ম্যাচিউরিটিতে আপনার মোট মূল্য ছিল ৮২ হাজারের কিছু বেশি টাকা। রিটার্ন ১৫ শতাংশ হলে ২৯,৬৮২ টাকা সুদে মোট ৮৯,৬৮২ টাকা পাওয়া যাবে। ১০ বছর এসআইপি তৈরি করার পর মোট বিনিয়োগ হবে ১ লক্ষ ২০ হাজার টাকা। আনুমানিক রিটার্ন হবে ১২ শতাংশ। সুদ আয় হবে ১,১২,৩৩৯ টাকা। ১০ বছর পর মোট আয় হবে ২,৩২,৩৩৯ টাকা।