বিজেপি ছাড়তে চাইছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়! গত ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাত্র ২ সপ্তাহের মধ্যেই বিজেপি নিয়ে বিতৃষ্ণা জন্মে গেছে তাঁদের। বিজেপিতে অসম্মান বোধ করছেন শোভন ও তাঁর বান্ধবী। তাই তাঁরা এবার নিষ্কৃতি চাইছেন। শনিবার একটি বেসরকারি বৈদ্যুতিন টেলিভিশন চ্যানেলের কাছে বৈশাখী জানান, “মর্যাদা হারিয়ে কোনো দলেই কাজ করা যায় না। তাই আমি বিজেপি ছাড়ছি। আমি শোভনবাবুর মুখপাত্র নই। তবে আমার সঙ্গে এক মত”। এছাড়া পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করে তাঁকেও একই কথা জানিয়েছেন বৈশাখী। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত শোভনের কোনও মন্তব্য জানা যায়নি।
---Advertisement---














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained