Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেমে বার বার ছেঁকা তবুও মন শোনে না! নতুন প্রেম নিয়ে ফের ট্রোলড শ্রাবন্তী

প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিয়ে ভুলে অভিনেত্রী এখন চতুর্থ প্রেমে মজেছেন। হ্যাঁ শ্রাবন্তী চ্যাটার্জির জীবনে নতুন বসন্ত পা দিয়েছে। ভোটে হেরে গিয়েছেন সে সব দুঃখ ভুলে প্রেম করছেন অভিনেত্রী। ভোটের আগেই…

Avatar

By

প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিয়ে ভুলে অভিনেত্রী এখন চতুর্থ প্রেমে মজেছেন। হ্যাঁ শ্রাবন্তী চ্যাটার্জির জীবনে নতুন বসন্ত পা দিয়েছে। ভোটে হেরে গিয়েছেন সে সব দুঃখ ভুলে প্রেম করছেন অভিনেত্রী। ভোটের আগেই শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি নতুন করে নতুন বসন্ত উপভোগ করছেন। এই বসন্তের কুঁড়ি প্রস্ফুটিত হয়েছে অভিনেত্রীর আবাসনেই। এই ‘চর্চিত প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। নামী একজন ব্যবসায়ী। এই জুটির প্রেম এখন এই লকডাউনে বেশ এগিয়ে গিয়েছে ধাপ বাই ধাপ। আর জমেও উঠেছে। ভোটের পর কিছুদিন দিন সোশ্যাল মিডিয়াতে সেভাবে না দেখা গেলেও এই লকডাউনে ফের একের পর এক ফটোসেশানে কাঁপাচ্ছেন অভিনেত্রী।

কখনো লাল ওড়না মাথায় দিয়ে, মালা-চন্দনে কনের সাজে লেন্সবন্দি হচ্ছেন তী কখনো সবুজ গাউন পরে পাশ্চাত্য পোশাকে কাবু করছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে লাস্যময়ী অবতারে একটি ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পরিণীতা ছবির আইটেম গান ‘দিলকো হাজার বার রোকা’র গানে নিজের ফটোসেশান করছেন শ্রাবন্তী। তবে এই ভিডিও সামনে আসবার পর থেকেই তা বেশ ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়াতে। কিন্তু গানের কলি শুনে এক দল নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী শ্রাবন্তীকে। 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই হিন্দি গানের লাইনের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, মনকে হাজার বার বুঝিয়েছি কিন্তু পারিনি… অনেক বলেছি যে আসলে প্রেম হল ধোঁকা। এই লাইনটির পরিপ্রেক্ষিতে নেটিজেনরা কটাক্ষ করেছেন শ্রাবন্তীকে। কেউ লিখেছেন, ধোকা খেতে ওস্তাদ শ্রাবন্তী, বরং বেশিই ধোঁকা খেতে ভালোবাসেন কেউ সে কথা লিখেছেন। আবার কেউ লিখেছেন, ‘এই গান তাঁর জন্য নাকি একদম পারফেক্ট। বোধহয় গীতিকার শ্রাবন্তীর কথা ভেবেই এই গানের কলি লিখেছিলেন’। অনেকে লিখেছেন, ‘দিদি নিজের মনকে একটু থামান, আর কতজনের জীবন নষ্ট করবেন’। তবে শ্রাবন্তী কিছু ভক্ত ভালো কমেন্ট করেছেন। তাঁরা অভিনেত্রীকে ‘সুন্দরী’, ‘মিষ্টি’ বলে লিখেছেন।

অবশ্য অভিনেত্রী শ্রাবন্তী নিজের চতুর্থ প্রেম নিয়ে এখনও পর্যন্ত কোনো বাক্যই খরচ করেননি। শ্রাবন্তীর ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী , আগের তিনটি সম্পর্ক ‘ওয়ার্ক’ না করায় এই প্রেমকে অন্তরালেই রাখতে চান অভিনেত্রী। তাই ব্যক্তিগত জীবন নিয়ে এবারে মুখে কুলুপ। উল্লেখ্য, কিছুদিন আগে রোশন জানিয়েছেন এই মুহূর্তে তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স চাননা। তিনি অভিনেত্রীর সাথে এখনো সংসার করত্র চান। তবে অভিনেত্রী রোশনের সাথে থাকবে কিনা তা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে। শ্রাবন্তী এই নিয়ে কোনো কথাই বলেননি।

About Author