Sreetama Dance: শুভমিতার গাওয়া রবীন্দ্রসঙ্গীতের তালেই খোলা ময়দানে নৃত্য পরিবেশন শ্রীতমার, রইল ঝলক
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী শ্রীতমা বৈদ্য নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ায় তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে যে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সঙ্গীতশিল্পী শুভমিতাকে চেনেন বাংলা বিনোদন জগৎ-এর সকলেই। তার কণ্ঠস্বর মুগ্ধ করে অগণিত শ্রোতাদের। সম্প্রতি তারই গাওয়া রবি ঠাকুরের একটি গানের তালেই নৃত্য পরিবেশন করেছেন শ্রীতমা বৈদ্য। ‘দাঁড়িয়ে আছো তুমি আমার’এর তালেই এদিন খোলা ময়দানে দুর্দান্ত রবীন্দ্রনৃত্য পরিবেশন করেছিলেন তিনি। দুইসপ্তাহ আগে সেই ঝলকই নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন শ্রীতমা। এই মুহূর্তে যা ২৫ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। একাংশ প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তাকে। এদিন এই নাচের ভিডিওটি বানানোর জন্য ছাই ও সবুজ রঙের একটি মানানসই হ্যান্ডলুম শাড়িতেই সেজে উঠেছিলেন শ্রীতমা। মানানসই সাজে পরেছিলেন মানানসই অলংকারও। নিঃসন্দেহে বলা চলে, এদিন এই গানের সাথে তার এই সাজ ছিল বেজায় মানানসই।