Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেলি ডান্স নেচে তাক লাগালেন এই সুন্দরী মেয়ে, নাচ হোক এরকম (VIDEO)

ইন্সটাগ্রামের মাধ্যমে ইদানিং অনেকেই নিজেদের ট‍্যালেন্ট শো-কেস করছেন। একসময় ইন্সটাগ্রামে ছিল ‘আই জি টিভি’। সেই সময় অনেকেই তাঁদের প্রতিভাকে তুলে ধরতেন ‘আই জি টিভি'-র মাধ্যমে। কিন্তু বর্তমানে এই সুবিধা ইন্সটাগ্রামে…

Avatar

ইন্সটাগ্রামের মাধ্যমে ইদানিং অনেকেই নিজেদের ট‍্যালেন্ট শো-কেস করছেন। একসময় ইন্সটাগ্রামে ছিল ‘আই জি টিভি’। সেই সময় অনেকেই তাঁদের প্রতিভাকে তুলে ধরতেন ‘আই জি টিভি’-র মাধ্যমে। কিন্তু বর্তমানে এই সুবিধা ইন্সটাগ্রামে নেই। কিন্তু ছোট রিলের মাধ্যমে অনেকেই ইন্সটাগ্রামে নিজেদের প্রতিভা তুলে ধরছেন। এঁদের মধ্যে রয়েছেন শ্রেয়া শর্মা (Shreeya Sharma)। শ্রেয়া পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নৃত্যশিল্পী। তাঁর নাচের স্কুলও রয়েছে।

শ্রেয়া বেলি ডান্সে পারদর্শী। একাধিক ডান্স রিল ইন্সটাগ্রামে শেয়ার করেন তিনি। এর মধ্যেই শ্রেয়ার একটি বেলি ডান্সের রিল নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। রিলটি অপেক্ষাকৃত পুরানো। রিলে শ্রেয়ার পরনে রয়েছে সবুজ রঙের ক্রপ টপ ও হাই-থাই স্লিটেড স্কার্ট। টপের একদিকের শোল্ডার সামান্য নামানো রয়েছে। কোমরের নিচের অংশ থেকে স্কার্টটি পরেছেন শ্রেয়া। স্কার্টটি হাই-থাই স্লিটেড। স্কার্টে রয়েছে সামান্য প্লিট। স্লিটের উপরের অংশে রয়েছে ফিতের ডিটেলিং। উন্মুক্ত রয়েছে শ্রেয়ার নাভিমূল। হাই-থাই স্লিটেড স্কার্টের কারণে উন্মুক্ত রয়েছে শ্রেয়ার মসৃণ পা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই পোশাকের সাথে শ্রেয়ার মেকআপ উজ্জ্বল। চোখে ব্যবহার করা হয়েছে সামান্য কাজল ও আইলাইনারের টান। ঠোঁট রাঙানো লাল রঙের গ্লসি লিপস্টিকে।চুল খোলা রয়েছে। ‘আনারকলি ডিস্কো চলি’ গানের সাথে বেলি ডান্স করেছেন শ্রেয়া। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, এটি আনারকলি বেলি ডান্স। ক্যাপশনের সাথে জুড়েছেন লাল রঙের হার্ট ইমোজি। এখনও অবধি এই ভিডিওটি পঁচিশ হাজার লাইক অতিক্রম করেছে। শ্রেয়ার অনুরাগীদের একাংশ তাঁর বেলি ডান্সের প্রশংসা করেছেন।

About Author