Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এই তারকা ভারতীয় ক্রিকেটারের বোন বলিউড সেনসেশন হয়ে ওঠেন, আইটেম ডান্সে ঝড় তুললেন, দেখুন ভাইরাল ছবি

Updated :  Wednesday, June 4, 2025 12:39 PM

নতুন জগতে এক সাহসী পদক্ষেপ! জনপ্রিয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার এবার পা রাখলেন বলিউডে। পেশায় ড্যান্সার ও কোরিওগ্রাফার হলেও এবার তাঁকে দেখা গেল অভিনয়ের মঞ্চে। ‘সরকারি বাচ্চা’ সিনেমার ‘অ্যাগ্রিমেন্ট করে’ আইটেম গানে তাঁর বলিষ্ঠ উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে ইন্ডাস্ট্রিতে।

এই রোমান্টিক কমেডি ছবিটি পরিচালনা করেছেন সূর্যকান্ত ত্যাগী ও দানিশ সিদ্দিকি। মুখ্য ভূমিকায় রয়েছেন রুসলান মুমতাজ, আন্যা তিওয়ারি এবং এহসান খান। ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি। তার আগে ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই গ্ল্যামারাস আইটেম গানটি। গানটির কণ্ঠ দিয়েছেন ঋতু পাঠক।

প্রথমে শুধু গানটির কোরিওগ্রাফি করার প্রস্তাব পেয়েছিলেন শ্রেষ্ঠা। কিন্তু নির্মাতারা পরে সিদ্ধান্ত নেন, তিনি নিজেই থাকুন স্ক্রিনে। ক্যামেরার সামনে আগে কখনও না দাঁড়ানো শ্রেষ্ঠা প্রথমে দ্বিধায় ছিলেন। কিন্তু তাঁর নৃত্যের প্রতি ভালবাসা তাঁকে সাহস জুগিয়েছে।

এই তারকা ভারতীয় ক্রিকেটারের বোন বলিউড সেনসেশন হয়ে ওঠেন, আইটেম ডান্সে ঝড় তুললেন, দেখুন ভাইরাল ছবি

এই গানটি কিন্তু আজকের নয়—প্রায় আড়াই বছর আগেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল। নানা কারণে তা এতদিন আটকে ছিল। অবশেষে যখন গানটি প্রকাশ পেল, শ্রেষ্ঠার পারফরম্যান্স দর্শক মনে দাগ কেটে দিল। শ্রেষ্ঠা আইয়ার বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই ১.৫৯ লক্ষের কাছাকাছি। সেখানেই তিনি নিয়মিত নিজের নাচের ভিডিও পোস্ট করেন। দর্শকদের সঙ্গে তাঁর সংযোগ বেশ দৃঢ়।

অবাক করা বিষয় হল, ‘রোডিজ’ এবং ‘স্প্লিটসভিলা’-র মতো রিয়্যালিটি শো-র প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন শ্রেষ্ঠা। তাঁর মতে, সেগুলো তাঁর পেশাগত ধারা ও নীতি-আদর্শের সঙ্গে খাপ খায় না। সবচেয়ে বড় কথা, তাঁর ক্যারিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রেষ্ঠা প্রায়ই পরামর্শ নেন দাদা শ্রেয়স আইয়ারের কাছ থেকে। দাদার মতামত তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

প্রশ্নোত্তর বিভাগ:

শ্রেষ্ঠা আইয়ার কে?
তিনি একজন পেশাদার নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার এবং ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারের বোন।

তিনি কোন ছবিতে বলিউডে অভিষেক করেছেন?
‘সরকারি বাচ্চা’ নামে একটি রোমান্টিক কমেডি ছবিতে।

কোন গানে তাঁকে দেখা গিয়েছে?
আইটেম গান ‘অ্যাগ্রিমেন্ট করে’, যা মুক্তি পেয়েছে ২৩ ফেব্রুয়ারি ২০২৫।

তিনি আগে কোন রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছেন?
তিনি ‘রোডিজ’ এবং ‘স্প্লিটসভিলা’-র প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, অংশগ্রহণ করেননি।

শ্রেষ্ঠার সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যা কত?
মে ২০২৫ অনুযায়ী, তাঁর ইনস্টাগ্রামে প্রায় ১.৫৯ লক্ষ ফলোয়ার রয়েছেন।