Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shubman Gill: ‘শুভমান ইধার তো দেখ লো’, নাগপুর টেস্টের আগে পোস্টার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Updated :  Saturday, February 4, 2023 12:39 PM

ভারতের তারকা ওপেনার শুভমান গিল এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে রয়েছেন। বিগত কয়েক মাস ধরে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। ক্রিকেটের তিন ফরম্যাটেই দুহাতে রান সংগ্রহ করেছেন গিল। চলতি বছরে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের নামে করেছেন ভারতীয় এই ক্রিকেটার। ফলশ্রুতিতে, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাই আধিপত্য বিস্তার করে রয়েছেন গিল।

এদিকে নাগপুর টেস্টের আগে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছেন শুভমান গিল। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারিতে বসে থাকা একটি মেয়ে পোস্টারে লিখেছিলেন,’শুভমানের সাথে টিন্ডার ম্যাচ করবো।।’ আপনাদের জানিয়ে রাখি, ‘টিন্ডার’ এমন একটি মাধ্যম যেখানে মানুষ একে অপরের সাথে যোগাযোগ এবং ডেট করতে পারেন। গ্যালারিতে বসে থাকা ওই মেয়ের পোস্টার দেখতে না দেখতে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ার পাশাপাশি নাগপুরে রাস্তার পাশাপাশি বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে। যেখানে ওই দিনের ঘটনার কথা উল্লেখ করে লেখা হয়েছে ‘শুভমান ইধার তো দেখ লো।’ আর ক্রিকেটপ্রেমীদের এই কর্মকান্ড চোখে পড়েছে ভারতের তারকা পেস বোলার উমেশ যাদব। তিনি ব্যক্তিগতভাবে শুভমান গিলের উদ্দেশ্য লিখেছেন,’ শুভমান পুরো নাগপুর দেখছে, একবার অন্তত দেখ।’ উমেশ যাদবের এই মন্তব্য দেখতে না দেখতে রীতিমতো ভাইরাল হয়েছে নেটপ্রেমীদের দ্বারা।

আপনাদের জানিয়ে রাখি, আগামী ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত। আসন্ন চার ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নাগপুরের সবুজ গ্রাউন্ডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল।