খেলাক্রিকেটদেশ

Shubman Gill: মাত্র ২৪ বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক, গিলের সম্পত্তি কতো জানেন?

শুভমন গিলের সম্পত্তির পরিমান তার বয়সের দ্বিগুনেরও বেশি। আনুমানিক ৫০ কোটি টাকার মালিক ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার।

Advertisement
Advertisement

শুভমান গিলের পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। অল্প সময়ে নিজের খেলা ও সামর্থ্যের ভিত্তিতে টিম ইন্ডিয়ায় নিজের শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। ক্রিকেটের বাইশ গজ থেকে গিলের ব্যাটে যেমন রানের বৃষ্টি হচ্ছে, তেমনই টাকার বৃষ্টিও হচ্ছে তাঁর উপর। চার-পাঁচ বছরের আইপিএল ও তারপর জাতীয় দলের কেরিয়ারে ওপেনার হিসেবে নিজের ছাপ রেখেছেন তিনি। যদি রোজগারের কথা বলেন, তাহলে শুভমান গিলের মোট সম্পত্তি কোটি টাকা।

Advertisement
Advertisement

গিলের সম্পত্তির পরিমান তার বয়সের দ্বিগুনেরও বেশি

শুভমান গিল ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা পাঞ্জাবে সম্পন্ন হয়েছিল। তার আইপিএল কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, শক্তিশালী পারফরম্যান্সের কারণে গিলের আয়ও বছরের পর বছর দ্রুত বেড়েছে। ২০১৮ সালে আইপিএলে অন্তর্ভুক্ত হয়েছিলেন এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে শুভমান গিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪ মিলিয়ন ডলার বা ৩১ কোটি টাকারও বেশি। বর্তমান রিপোর্ট অনুযায়ী, শুভমন গিলের সম্পত্তির পরিমান তার বয়সের দ্বিগুনেরও বেশি। আনুমানিক ৫০ কোটি টাকার মালিক ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার।

Advertisement

সবচেয়ে দামি গাড়ি রয়েছে যার দাম ১.০৫ কোটি টাকা

সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত, প্রতি মাসে ৬৬,০৯,২৮০ টাকা আয় করেন গিল। ক্রিকেটার শুভমান গিলও বিলাসবহুল গাড়ি পছন্দ করেন এবং তার সংগ্রহে একাধিক দামী গাড়ি রয়েছে। শুভমান গিল অল্প বয়সে ক্রিকেট পিচে নিজের জায়গা নিশ্চিত করেন। তাঁর গ্যারেজ রেঞ্জার রোভার ভেলারের সবচেয়ে দামি গাড়ি রয়েছে যার দাম ১.০৫ কোটি টাকা। জানা গিয়েছে, মাহিন্দ্রা থার সহ বেশ কয়েকটি গাড়ির মালিক ওই ব্যাটসম্যান।

Advertisement
Advertisement

Shubman Gill net worth 2024

ব্র্যান্ড এনডোর্স করেন তরুণ ভারতীয় ক্রিকেটার

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড বি-তে রয়েছেন শুভমন। বছরে তিন কোটি সেখান থেকে চলে আসে গিলের ব্যাংকের খাতায়। এ ছাড়া ম্যাচ ফি এর টাকা থাকছে আলাদা করে। নাইকি, জেবিএল, জিলেট, সিয়েট-এর মতো ব্র্যান্ড এনডোর্স করেন তরুণ ভারতীয় ক্রিকেটার। শুভমন গিলের নেতৃত্বে সম্প্রতি জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের নাম করেছিল টিম ইন্ডিয়া।

Related Articles

Back to top button