Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIDEO: ভোজপুরি অভিনেত্রী শ্বেতা শর্মার নাচের স্টেপ দেখে পাগল হয়ে গেলেন নম্রতা মাল্লা, এমন ভিডিও সামনে এসেছে

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়েও রয়েছে যথেষ্ট প্রতিযোগিতা। আম্রপালি দুবে (Amrapali Dubey),কাজল রাঘওয়ানি (Kajal Raghwani), মোনালিসা (Monalisa)-দের মতো অভিনেত্রীদের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেননি বর্তমান সময়ের কিছু অভিনেত্রী। তাঁদের মধ্যে অন্যতম শ্বেতা…

Avatar

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়েও রয়েছে যথেষ্ট প্রতিযোগিতা। আম্রপালি দুবে (Amrapali Dubey),কাজল রাঘওয়ানি (Kajal Raghwani), মোনালিসা (Monalisa)-দের মতো অভিনেত্রীদের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেননি বর্তমান সময়ের কিছু অভিনেত্রী। তাঁদের মধ্যে অন্যতম শ্বেতা শর্মা (Shweta Sharma)। শ্বেতা অভিনেত্রী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাজ করেন। এছাড়াও অনেকগুলি মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক কালে শ্বেতার একটি ইন্সটাগ্রাম রিল নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

রিলে শ্বেতার পরনে রয়েছে সবুজ রঙের ব্রালেট। ব্রালেটের ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে তাঁর ক্লিভেজ। ব্রালেটের স্লিভ নুডল প‍্যাটার্নের। ব্রালেটের ব্যাকে রয়েছে ক্রিসক্রস ডিজাইন। সবুজ রঙের ব্রালেটের সাথে কালো রঙের হট প্যান্ট টিম আপ করেছেন শ্বেতা। প‍্যান্টের কোমরের সামনের অংশে রয়েছে কালো লেদারের ডিটেলিং। তাতে একটি চেন লাগানো থাকলেও তা কিছুটা খোলা রয়েছে। উন্মুক্ত রয়েছে শ্বেতার নাভিমূল। খোলা রয়েছে চুল। মাথায় গোলাপি রঙের টুপি পরেছেন শ্বেতা। দুই চোখে রয়েছে কালো আইলাইনারের ব্যবহার। ঠোঁট রাঙানো ন্যুড পিঙ্ক শেডের লিপস্টিকে। একটি র‌্যাপ সং-এর সাথে রিল বানিয়েছেন শ্বেতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাঁর এই রিলের প্রশংসা করেছেন নম্রতা মল্লা জেনিথ (Namrita Malla Zenith)। তবে নেটিজেনদের একাংশ অশালীন কটাক্ষ করেছেন শ্বেতাকে। গত বছর নভেম্বর মাসে শ্বেতা অভিনীত মিউজিক ভিডিও ‘গরম তেল মল দুঙ্গা’ রিলিজ করেছিল। এই ভিডিওতেও শ্বেতাকে দেখা গিয়েছিল খোলামেলা পোশাকে। তবে এই মিউজিক ভিডিওটি নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল। ভিডিওতে গান গেয়েছিলেন নীলকমল সিং (Neelkamal Singh)। শ্বেতার বিপরীতে এই ভিডিওতে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে।

About Author