Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tiyasha Roy: নবরাত্রি স্পেশ্যাল ডান্ডিয়া হাতে ডান্স ফ্লোর মাতালেন ‘কৃষ্ণকলি’ খ্যাত শ্যামা! রইলো ভিডিও

Updated :  Thursday, October 14, 2021 9:38 AM

টেলিপাড়ার চর্চিত জুটিদের মধ‍্যে অন‍্যতম হল তিয়াশা রায় ও তাঁর স্বামী অভিনেতা সুবান রায়। প্রায়শই পেজ থ্রিয়ের শিরোনামে উঠে আসে দুজনের দাম্পত‍্য জীবন। একাধিক বার গুঞ্জন শোনা গিয়েছে ‘কৃষ্ণকলি’ অভিনেত্রীর দাম্পত‍্য জীবনের কোলাহল নিয়ে। দুজনের মধ‍্যে ঝগড়ার খবর নতুন নয়। এমনকি দুজনে এখন সম্পূর্ণ আলাদা থাকা শুরু করেছেন। অনান্যবার দুর্গাপুজোটা একটু স্পেশ্যাল হত তিয়াসার জন্য।

চার বছর আগে ১১ অক্টোবর সুবান রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। চলতি বছর সুবান-তিয়াসার চতুর্থ বিবাহবার্ষিকী ও ছিল। অন্য বার ধুমধাম করে বিবাহবার্ষিকী উদযাপন করলেও, এবছর কোনো উদযাপন হয়নি। কাগজে-কলমে এখনও তাঁরা স্বামী-স্ত্রী তবুও দুজনের মন আলাদা হয়েছে এতেই বোঝা যাচ্ছে । এবছর স্বামীকে ছাড়া তিয়াসা নিজের মতো করে দুর্গাপুজো উদযাপন করছেন। 

 সোশ্যাল মিডিয়ায় আজকাল ভীষণ সক্রিয় তিয়াসা, সময়ে সময়ে ফ্যানেদের জন্য দুর্দান্ত রিল ভিডিও উপহার দেন তিনি। এমনকি শ্যুটিং এর নানান মুহূর্ত শেয়ার করে থাকেন অভিনেত্রী। এবছর দুর্গাপুজোতে ডান্ডিয়া হাতে দেখা গেল সকলের প্রিয় শ্যামা ওরফে তিয়াসাকে। এদিন লেহেঙ্গা চোলিতে সেজে ডান্ডিয়া হাতে ডান্স ফ্লোর একাই মাতালেন শ্যামা। গুজরাফ এবং রাজস্থানে নবরাত্রির উৎসব মানেই ডান্ডিয়া স্পেশাল নাচ। দেবী দুর্গার আগমনে ছেলে মেয়ে নির্বিশেষে পরিবেশন করা হয় ডান্ডিয়া নাচ। এখন এই নাচ পশ্চিম ভারতের গণ্ডি পেরিয়ে পূর্ব ভারতেও ছড়িয়ে পড়েছে। 

মহাষ্টমীর রাতে এক অনুষ্ঠানে নবরাত্রি স্পেশ্যাল ডান্ডিয়া রাসে উপস্থিত হন। এদিন শ্যামার লুক নেই বরং আরো বেশি গ্ল্যামারাস লুকে হাজির হন। লাল রঙা স্লিভলেস ব্লাউজ, সবুজাভ লেহেঙ্গা, কানে ঝুমকো, হাতে লাল চু়ড়ি- সাবেকি সাজে আরো উজ্জ্বল অভিনেত্রী। এই সাজেই ডান্ডিয়া নাচ নাচলেন। শ্যামার এই নাচ দেখে রীতিমতো অবাক অনুরাগীরা। সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নায়িকাকে। ট্রাডিশ্যানাল গুজরাতি লোকগানের তালে গুজরাতিদের মতো করে ঘুরে ঘুরে নাচলেন তিয়াসা। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।