বাংলা সিরিয়ালবিনোদন

Mithai: I Love You….মিঠাইকে প্রোপজ করল সিড? বউকে চমকে দিল উচ্ছেবাবু

Advertisement

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের এক নম্বর ধারাবাহিক ‘মিঠাই’। গত একবছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক। দর্শকদের পছন্দের তালিকায় হোক কিংবা টিআরপির দৌড়ে, এক নম্বরেই রয়েছে মিঠাই। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে আদৃত রায়কে। অনস্ক্রিন তাদের রসায়ন বেজায় পছন্দ দর্শকদেরও।

তবে আপাতত ধারাবাহিকের গল্প অনুযায়ী সরস্বতী পুজোর পর্ব চলছে। সেখানে মোদক বাড়িতে প্রত্যেকে নিজেদের বউকে নিজেদের পছন্দমতো উপহার দিয়েছেন সরস্বতী পুজোর দিনেই। বউরাও পিছিয়ে থাকেননি। এদিন সকলেই বাসন্তী রঙের পোশাকে সেজেছিলেন। মিঠাই দাদাইয়ের মন রাখতেই তার উচ্ছেবাবুর নিয়ে এসেছিল বাসন্তী রঙের পাঞ্জাবি। কিন্তু সেটি পরতে সে রাজি ছিল না। তবে পরে রাজি হলেও সে মিঠাইকে এমন একটি উপহার দেওয়ার কথা বলে, যা কোনদিনও ভুলতে পারবে না। তবে তাও সকলেই খুব উচ্ছ্বসিত ছিল সিদ্ধার্থের এই কথা শুনে। তারপর ঘটলো তাতে রেগে আগুন মিঠাই।

পাঞ্জাবি পরে হাতে চক ও স্লেট নিয়ে নীচে নেমে এসে ঠাকুরমশাইকে সরাসরি বলেন একজনের হাতেখড়ি হবে। সিদ্ধার্থের এমন কথা শুনে অবাক হয়েছিল মোদক বাড়ির সকলেই। তবে তারপরেই সে জানায় মিঠাইয়ের ইংরেজি শিক্ষার হাতে খড়ি হবে, যা শুনে বেজায় চটে যায় মিঠাই। এরপরেই সে দাদাইকে জানায় সে ক্লাস এইট পর্যন্ত একবারে পাস করেছে। আর বিয়ের পরে অনেক ইংরেজী কথাও শিখে গিয়েছে সে।

তবে এরপরেই সিদ্ধার্থ সকলের সামনেই তাকে জানায় সে ভুলভাল ইংরেজি উচ্চারণ করে তাই তাকে ইংরেজি শেখানোর সিদ্ধান্ত নিয়েছে সে। অন্যদিকে মিষ্টির হাবে বিদেশি খদ্দেরদের সঙ্গে কথা বলার জন্যও তার ইংরেজি জানাটা খুব প্রয়োজনীয় তাও তাকে বোঝায় সিদ্ধার্থ। এরপরেই তাকে স্লেটের উপর চক দিয়ে ইংরেজি লেখার হাতেখড়ি দেয় সে। শুরুতেই ‘আই লাভ.. ‘ লেখায় মোদক বাড়ির সকলেই আশা করেছিল এবার সরস্বতী পুজোর দিন হয়তো সিদ্ধার্থ নিজের মনের কথা জানাবে মিঠাইকে। তবে সবাইকে নিরাশ করে সে মিঠাইকে লেখায় ‘আই লাভ মাই ফ্যামিলি’। অল্পসময়ের জন্য হতাশ হলেও সিদ্ধার্থের এই সিদ্ধান্তকে সকলেই সাধুবাদ জানিয়েছে।

ইতিমধ্যেই সিদ্ধার্থ তাকে নিয়ে পৌঁছে গিয়েছে স্পোকেন ইংলিশ শেখার ক্লাসে ভর্তি করার জন্য। তবে এরপর সে কতটা ইংরেজি নিজের আয়ত্তে করে তার উচ্ছেবাবুর কথা রাখতে পারে সেটা জানার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Related Articles

Back to top button