কলকাতা : কলেজ স্ট্রিটের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে উদ্ধার হলো ২০০ বছরের পুরানো সিন্দুক। দুপুর ১২ টা থেকে প্রায় আড়াই তিন ঘন্টার চেষ্টায় খোলা গেল সেই সিন্দুক। উদ্ধার করা হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও মেডেল। জানা যাচ্ছে, বিদ্যাসাগর ছাত্রাবস্থায় তৎকালীন সংস্কৃত কলেজে পড়াশোনা করার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও মেডেল পাওয়া গেছে। উদ্ধার করা মেডেলগুলোর মধ্যে ড. এ এন মুখার্জি নামাঙ্কিত মেডেলটি ইংরেজি বিষয়ে কৃতী ছাত্রছাত্রীদের দেওয়া হতো বলে জানা গেছে।
সিন্দুকটি উদ্ধার হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে তা খোলা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘উদ্ধার হওয়া সমস্ত নথি ও মেডেল আর্কাইভে রাখা হবে।’ আরও গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় কিনা তা জানার জন্য খোঁজ জারি রয়েছে এখনও।