Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কার্তারপুর করিডর ব্যবহারের জন্য শিখ দর্শনার্থীদের লাগবে না কোন টাকা, জানালেন পাক প্রধানমন্ত্রী

Updated :  Friday, November 1, 2019 11:42 AM

শুধুমাত্র বৈধ পরিচয়পত্র থাকলেই কোন টাকা ছাড়াই শিখ দর্শনার্থীরা কার্তারপুর করিডর ব্যবহার করতে পারবেন। এমনকি লাগবে না কোন পাসপোর্ট ও ভিসা। শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫০ তম জন্মদিনে এমনই সুখবর শোনালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয়, দশ দিন আগে থেকে নাম নথিভুক্ত করারও প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারত ও পাকিস্তান কার্তারপুর করিডর সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেছে। সেখানে বলা হয়েছে, ভারত থেকে আগত শিখ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে গুরু নানকের সমাধিস্থল গুরুদ্বার দরবার সাহিব, লাগবে না কোন টাকা, লাগবে না ভিসাও। শুধুমাত্র বৈধ পরিচয়পত্র দেখিয়েই শিখ দর্শনার্থীরা দর্শন করতে পারবেন পবিত্র গুরুদ্বার। দক্ষিণ পূর্ব এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী এই দুই প্রতিবেশী দেশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অনেকেই। এর ফলে কাশ্মীর নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।