Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhuban Badyakar: বাদাম কাকুর হাতে আইফোন ১৩, মানুষের ভালোবাসায় আপ্লুত ভুবনবাবু

ভুবন বাদ্যকর বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। কুড়ালজুড়ি গ্রামে থাকেন তিনি। আগে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন বাদামবাবু। ক্রেতাদের আকর্ষণ করার জন্য গানও বেঁধেছিলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের…

Avatar

ভুবন বাদ্যকর বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। কুড়ালজুড়ি গ্রামে থাকেন তিনি। আগে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন বাদামবাবু। ক্রেতাদের আকর্ষণ করার জন্য গানও বেঁধেছিলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের এই গানের জন্য এক বিপুল পরিচিতি অর্জন করেন বীরভূমের ভুবন বাদ্যকর। তবে বর্তমানে অবস্থা ফিরেছে তার। মাটির ছাউনি দেওয়া বাড়ি ছেড়ে পাকা বাড়িতে উঠেছেন তিনি। লাখ টাকা খরচা করে বানাচ্ছেন বাড়ি। তার বাড়ির অন্দরমহলের সাজসজ্জা দেখলে তাক লাগবে সকলেরই।

সম্প্রতি তার গান শুনে খুশি হয়ে এক ব্যক্তি তাকে আইফোন ১৩ উপহার স্বরূপ দিয়েছেন। আর সম্প্রতি সেই কারণেই চর্চার আলোয় ভুবন বাদ্যকর। কোন এক অনুষ্ঠানে তার গান শুনে খুশি হয়ে যান দিল্লির এক ব্যক্তি। তিনি খুশি হয়ে গিয়েই বীরভূমের এই বাদামবাবুর হাতে তুলে দেন এই মূল্যবান আইফোন ১৩।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি এই প্রসঙ্গে ভুবনবাবু জানিয়েছেন, তার গান শুনে খুশি হয়ে দিল্লির এক ব্যক্তি তাকে এই মূল্যবান ফোনটি উপহার হিসেবে দিয়েছেন। এতে তিনি খুব খুশি হয়েছেন। তার কথায়, মানুষের কাছ থেকে এতো ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। কাঁচা বাদাম বিক্রেতা থেকে আজ তিনি গায়ক। আর সবটাই সোশ্যাল মিডিয়ার দৌলতে। তিনি জানিয়েছেন, এই ফোন দিয়ে তিনি ফোন করেছেন এবং ছবিও তুলেছেন। এছাড়া ফোনের আর অন্য কোন অ্যাপ্লিকেশন কিংবা ফিচারস্ ব্যবহার করেননি। কারণ হিসেবে ভুবনবাবু জানিয়েছেন, তিনি এখনো এই আধুনিক ফোনের সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারেননি।

আগে কাঁচা বাদাম বিক্রি করে সংসার চালাতেন ভুবনবাবু। তবে এখন তার জীবনযাত্রা পাল্টে গিয়েছে অনেকটাই। আধুনিক ফোন ব্যবহারের পাশাপাশি তিনি আধুনিক জীবনযাত্রাতেও অভ্যস্ত হয়ে উঠছেন। নিজের কাঁচা বাড়ির পাশেই দাঁড় করিয়েছেন লাখ টাকার ইমারত। আর তার এই বদলে যাওয়া জীবন থেকে তিনি বানিয়ে ফেলেছেন নতুন গানও, “বাদাম বেচে খাই, সেলিব্রিটি ভাই, বাদামের তুলনা, দুনিয়াতে নাই”। সম্প্রতি এই গানের সূত্র ধরেই অনেকের মাঝে চর্চায় ভুবনবাবু।

About Author