প্রয়াত সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র কেকে। জন্মসূত্রে নাম কৃষ্ণকুমার কুন্নাথ, ইন্ডাস্ট্রিতে পরিচিত কেকে নামে। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৪। আজ কলকাতার উল্টোডাঙার স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের অ্যানুয়াল অনুষ্ঠানে গান করেছেন তিনি। অনুষ্ঠান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
কিছুদিন যাবৎ কলকাতার বেশ কিছু কলেজের প্রোগ্রামে গান গাইছিলেন এই জনপ্রিয় গায়ক। বলিউডের অন্যতম বিখ্যাত এই প্লেব্যাক সিঙ্গারের মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছে অনুরাগীরা। এখনও বিশ্বাস করতে পারছে না কেউই। তার একাধিক গান এখনো সকলের মনে সমান জীবিত।
অনুরাগী থেকে শুরু করে গায়কের কাছের মানুষেরা কে বিশ্বাস করতে পারছেন না কৃষ্ণকুমার আর নেই। জানা যায় অনুষ্ঠানের শেষে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। তারপর তিনি কলকাতায় তার হোটেল ওবেরয় গ্র্যান্ডে ফিরে যান। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তৎক্ষণাৎ তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জানা যায় সেই সময়ে রাস্তায় যাবার পথেই তার মৃত্যু হয়েছে।