বিয়ের পর প্রথম ছবি, স্বামীর সঙ্গে অন্তঃরঙ্গের দৃশ্য শেয়ার করলেন অভিনেত্রী কাজল আগারওয়াল

২০২০ র জুন মাসে গৌতম কিচলুর সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন অভিনেত্রী কাজল। তখনকার ছবি পুনরায় শেয়ার করলেন ‘সিঙ্ঘম গার্ল’। হলুদ শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন কাজল। সেদিন মনিশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজে উঠেছিলেন কাজল। রইল তার ছবির কিছু ঝলক।

 

View this post on Instagram

 

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

বাগদান পর্বের পর ৩০ শে অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। মিডিয়াদের প্রবেশ নিষিদ্ধ ছিল। পরিবারের ঘনিষ্ঠ মহলের সঙ্গে উদযাপন করে বিয়ের অনুষ্ঠান।

কাজলের এই লেহেঙ্গাটি ডিজাইন করেছেন অনামিকা খান্না।

পাঞ্জাবি ও দক্ষিণী উভয় রীতির মিশেলে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন ‘সিঙ্ঘম গার্ল’ কাজল।