“পদ্মতে ভোট দিয়েছি”, বুথ থেকে বেরিয়ে বললেন শুভেন্দু পিতা শিশির অধিকারী
শিশির অধিকারী এখনো খাতায়-কলমে এখনও কাঁথির তৃণমূল সাংসদ আছেন
একুশে বিধানসভার নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসের শেষেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচন মোট ৮ দফায় সম্পন্ন হবে। তার মধ্যে প্রথম দফার নির্বাচন শুরু হয়ে গিয়েছে আজ অর্থাৎ ২৭ মার্চ। এবারের নির্বাচনে মোট ২৯৪ বিধানসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম দফা নির্বাচন হবে ৩০ আসনে। এবারের বিধানসভা নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজনৈতিক দলগুলি। প্রথম দফা নির্বাচন হচ্ছে মোট ৫ টি জেলায়। সেগুলি হল যথাক্রমে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়া জেলাতে।
তারমধ্যে আজ ভোট দিলেন শত্রু বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী পিতা শিশির অধিকারী। তিনি বরাবর বঙ্গ রাজনীতিতে স্পষ্টবাদী বলে পরিচিত। এবার আজকে ভোট দিয়ে বুথের বাইরে বেরিয়ে তিনি সাফ বলে দিলেন, “হাম কামাল মে দিয়া হ্যায়।” এছাড়া তিনি তৃণমূল কংগ্রেসের নাম না করে কটাক্ষ করে বলেছেন, “আমি চাই বিরোধীদের শুভবুদ্ধি হোক। ওরা একবার পরাজয়ের স্বাদ নিতে শিখুক।”
আসলে শিশির অধিকারী গত ২১ মার্চ এগরাতে গিয়ে শাহ সভায় বিজেপিতে যোগদান করলেও, তিনি এখনো অব্দি খাতায়-কলমে কাঁথির তৃণমূল সাংসদ হয়ে আছেন। তিনি আজকে কাঁথি এর প্রভাত কুমার কলেজের বুথে ভোট দেয়। এছাড়াও ভোট দান করার পর তিনি তার পুত্র সৌমেন্দু অধিকারীর ওপর হামলা করার তীব্র সমালোচনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সৌমেন্দুর কেশ স্পর্শ করতে পারবে না ওরা। ওদের অত ক্ষমতা নেই। আগামী দু দিন আরও ক্রুশিয়াল সময় আসছে। দু’ঘণ্টার মধ্যে ওষুধ দিয়ে দেব। কড়া ডোজ দেব রাধাগোবিন্দকে।”