Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিশাখাপত্তনমের রাসায়নিক কারখানায় গ্যাস দুর্ঘটনা

বিশাখাপত্তনম : বৃহস্পতিবার ভোর রাতে ভাইজাগের একটি রাসায়নিক কারখানায় গ্যাস দুর্ঘটনায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কমপক্ষে ১০০ জন গুরুতর অসুস্থ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।…

Avatar

বিশাখাপত্তনম : বৃহস্পতিবার ভোর রাতে ভাইজাগের একটি রাসায়নিক কারখানায় গ্যাস দুর্ঘটনায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কমপক্ষে ১০০ জন গুরুতর অসুস্থ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ ভোর ৩ টার দিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার আরআর ভেঙ্কটাপুরাম গ্রামে এলজি পলিমারে এই ঘটনা ঘটে।

গোপালাপটনম এলাকার নিকটবর্তী নৈদুথোটা এলাকার নিকটস্থ আরআর ভেঙ্কটাপুরাম গ্রামে শিল্প কারখানায় ভোর তিনটার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও পর্যন্ত ২০০ জনেরও বেশি অসুস্থ লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উদ্ধার কার্য শুরু করে ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুলেন্স এবং পুলিশ।

বৃহত্তর বিশাখাপত্তনম পৌর কর্পোরেশন টুইট করে জানিয়েছে, ‘গোপালপট্টনমের এলজি পলিমারে গ্যাসের ফুটো সনাক্ত করা হয়েছে। এই অবস্থায় আশেপাশের নাগরিকদের নিরাপত্তার কারণে ঘর থেকে বাইরে না বেরানোর অনুরোধ করা হচ্ছে।’ ঘটনার সময় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই আবার চোখে জ্বালা ভাব এবং শ্বাসকষ্টের অভিযোগ করেন। ঘটনাস্থলের ৩ কিলোমিটারের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, বহু মানুষকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের সরিয়ে নিয়ে আসে। গ্যাস লিক হওয়ার সঠিক কারণ এখনও পাওয়া যায়নি। ভাইজাগের জেলাশাসক ভি বিনয় চাঁদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দু’ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনডিআরএফ এবং এসডিআরএফ-এর জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

About Author