উল্লু প্ল্যাটফর্মে মুক্তি পেল আর এক সাহসী ওয়েব সিরিজ। মূল চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আয়েশা কাপুর এবং সিমরান খান। সিরিজটির কাহিনিতে যেমন আছে পারিবারিক হাস্যরস, তেমনই আছে সাহসী ও রোমাঞ্চকর দৃশ্য, যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়েছে।
সম্প্রতি উল্লু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক বাবা ও তাঁর ছেলে, যাঁদের ঘিরে ঘনিয়ে আসে একের পর এক মজার ঘটনা। যদিও প্রাথমিকভাবে এটি একটি কমেডি-ভিত্তিক গল্প, তবে একাধিক দৃশ্য সাহসিকতার কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
আয়েশা কাপুর এই সিরিজে নিজের চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সাহসী অভিনয়ের জন্য আগেও তাঁকে চেনা গিয়েছে ‘মোহার ২’ ও ‘ঝোল’ সিরিজে। সেই ধারাবাহিকতাতেই তিনি ‘সিয়াপা’-তে তাঁর অভিনয় দক্ষতা ও স্ক্রিন প্রেজেন্স দিয়ে দর্শকদের মন জয় করেছেন।
অন্যদিকে সিমরান খানের অভিনয়ও নজর কাড়ছে সমানভাবে। দুই অভিনেত্রীর উপস্থিতি সিরিজটির কন্টেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই সিরিজকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। একাধিক দৃশ্য এবং ডায়ালগ ভাইরাল হয়ে গেছে বিভিন্ন প্ল্যাটফর্মে।
উল্লুর ‘সিয়াপা’ ওয়েব সিরিজ সাহসী বিষয়বস্তু এবং কমেডির মিশেলে এক নতুন মাত্রা এনেছে। আয়েশা কাপুর ও সিমরান খানের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের আকৃষ্ট করছে। একদিকে যেমন গল্পের বিনোদন রয়েছে, অন্যদিকে সাহসী কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে সিরিজটিকে।
সাধারণ পাঠকের জন্য প্রাসঙ্গিক ৫টি প্রশ্ন ও উত্তর:
‘সিয়াপা’ সিরিজটি কবে মুক্তি পেয়েছে?
সম্প্রতি উল্লু ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পেয়েছে।
এই সিরিজে মুখ্য চরিত্রে কারা রয়েছেন?
আয়েশা কাপুর ও সিমরান খান এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
সিরিজটির কাহিনি কোন বিষয়ে ভিত্তি করে তৈরি?
একটি পরিবারকে কেন্দ্র করে কমেডি ও সাহসী ঘটনার মিশেলে কাহিনি তৈরি হয়েছে।
আয়েশা কাপুরকে আগেও কোথায় দেখা গিয়েছিল?
তাঁকে ‘মোহার ২’ এবং ‘ঝোল’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে।
সিরিজটি কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে?
সাহসী দৃশ্য ও আয়েশা কাপুরের অভিনয় এই সিরিজকে ভাইরাল করে তুলেছে।














