Tata Nano-র থেকেও ছোট ইলেকট্রিক গাড়ির বিক্রি শুরু হলো ভারতে, ২০০ কিলোমিটার রেঞ্জসহ পেয়ে যাবেন আশ্চর্যজনক বৈশিষ্ট্য
এই মুহূর্তে ভারতের বাজারে মুক্তির জন্য প্রস্তুত কিয়া রে ইলেকট্রিক ভেহিকেল
ভারতের বাজারে আসতে চলেছে টাটা ন্যানোর থেকেও ছোট একটি বৈদ্যুতিক গাড়ি। ২০০ কিলোমিটার রেঞ্জের সাথে আশ্চর্যজনক বৈশিষ্ট্য নিয়ে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন কিয়া কোম্পানির এই গাড়িটি। ২০২৩ সালের আগস্ট মাসে বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছিল Kia Ray EV গাড়িটি। মূলত বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের কথা মাথায় রেখেই দক্ষিণ কোরিয়ার এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি শহুরে ড্রাইভিং এর অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলছে এই গাড়ির মাধ্যমে। এই গাড়ির লুক ডিজাইন অনেকটাই পেট্রোল মডেলের মতোই। গাড়িটি ভারতে অনেকের বেশ পছন্দ হয়েছে এবং এর চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।
ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে কিয়া কোম্পানির ইলেকট্রিক গাড়িটিকে ভারতের বাজারে বিক্রির জন্য উপলব্ধ করেছে ইতিমধ্যেই। যদিও টাটা ন্যানোর থেকেও অনেকটাই ছোট এই গাড়ি। আপনি এই গাড়ির ভিতরে একটি ১৭.৩ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি দেখতে পাবেন। এই ব্যাটারিটি একটি সাত কিলোওয়াট এর পোর্টেবল চার্জার সহ আসে যার সাহায্যে এটা চার্জ হতে প্রায় ছয় ঘন্টা সময় নেয়। আপনি চাইলে এই ব্যাটারিকে ১৫০ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার একটি ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে পারেন। যদি এই চার্জার দিয়ে চার্জ করেন তাহলে মাত্র ৪০ মিনিটে চার্জ পূরণ হয়ে যায় এই ব্যাটারীতে। এই গাড়িটি তার ব্যাটারির ক্ষেত্রে ২ লক্ষ কিলোমিটার বা ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে
গাড়িটি ডিজাইনের ব্যাপারে বলতে গেলে, গাড়িটি দেখতে একেবারেই এই গাড়িটির পেট্রোল মডেলের মতোই। মূলত শহুরে চালকদের জন্য এই গাড়িটিকে সেরা বলে মনে করা হচ্ছে। কোম্পানি এই গাড়িটির দাম রেখেছে ১৭.২৭ লক্ষ টাকা। এই মুহূর্তে এই গাড়িটি ছয়টি ভিন্ন রঙে কেনার জন্য উপলব্ধ রয়েছে। আপনি গাড়িটি পছন্দ অনুযায়ী যে কোন একটি রঙে কিনতে পারেন। এই গাড়িতে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে আপনারা পাচ্ছেন ফোল্ডিং সিট, কলাম স্টাইলের ইলেকট্রনিক্স শিফট লিভার এবং আরো অনেক কিছুই।