দেশনিউজ

মধ্যবিত্তদের মুখে হাসি, রেকর্ড পতন সোনার দামে

Advertisement

ইরান আমেরিকা সংঘাতের পরিপ্রেক্ষিতে কিছুদিন ধরেই বাড়ছিল সোনার দাম। কিছুদিন টানা বাড়ার পর গতকাল থেকে আবার পড়তে শুরু করেছে দাম। ভারতে আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.৩৮ শতাংশ কমে হয়েছে ৩৯,৬৮০ টাকা। এই সপ্তাহের শুরুর দিকে যেখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড হয়েছিল ৪১,২৯৩ টাকা, সেখানে সপ্তাহের শেষে দাম কমায় মধ্যবিত্তের মুখে হাসি ফুটলো তা বলাই যায়।

ভারতের বাজারের পাশাপাশি বিশ্বের বাজারেও সোনার দাম কমেছে উল্লেখযোগ্য ভাবে। প্রতি আউন্স সোনার দাম কমে হয়েছে ১৫৫১ ডলার। সারাদেশের মতো কলকাতাতেও দাম উল্লেখযোগ্য ভাবে দাম কমেছে সোনার। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪০,৪৯০ টাকা থেকে কমে হয়েছে ৩৯,৩৫০ টাকা। শুধু ২২ ক্যারেট নয়, ২৪ ক্যারেট সোনার দামও কমেছে। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ১০৩০ টাকা কমে ৪০,৭৫০ টাকা হয়েছে।

আরও পড়ুন : মোবাইল ভিডিও-র মাধ্যমেই করা যাবে KYC আপডেট, ঘোষণা রিজার্ভ ব্যাংকের

মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হওয়ায় হঠাৎই সোনার দাম বাড়ছিল গত সপ্তাহ থেকে। স্পিনার দাম রেকর্ড করে ছিল গত সপ্তাহে। এই সপ্তাহের শুরুতেও দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু সপ্তাহের শেষে দাম অনেকটাই কমলো। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ক্রমশ দাম বাড়ার ফলে চাহিদা অনেকটাই কমে ছিল। দাম কমার ফলে এই বিয়ের মরসুমে চাহিদা অনেকটাই বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।

Related Articles

Back to top button