ভয়াবহ দুর্যোগ, ভারী বর্ষণে বেহাল অবস্থা তেলেঙ্গানার

গভীর নিম্নচাপের জেরে অত্যন্ত খারাপ অবস্থা  অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার।  জানানো হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় আরও ব্যাপক বৃষ্টি হতে পারে, ইতিমধ্যেই হাই অ্যালার্টও জারি করা হয়েছে।   আপাতত হলুদ সতর্কতা জারি…

Avatar

গভীর নিম্নচাপের জেরে অত্যন্ত খারাপ অবস্থা  অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার।  জানানো হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় আরও ব্যাপক বৃষ্টি হতে পারে, ইতিমধ্যেই হাই অ্যালার্টও জারি করা হয়েছে।

ভয়াবহ দুর্যোগ, ভারী বর্ষণে বেহাল অবস্থা তেলেঙ্গানার

 

আপাতত হলুদ সতর্কতা জারি রেখে বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভয়াবগ দুর্যোগে দুই রাজ্য মিলিয়ে বারো জন মারা গিয়েছেন। এদিকে রাজ্যের অবস্থা আরো খারাপ হতে চলেছে।

ভয়াবহ দুর্যোগ, ভারী বর্ষণে বেহাল অবস্থা তেলেঙ্গানার

সোশ্যাল মিডিয়ায় হায়দ্রাবাদেরর বিপর্যস্ত জনজীবনের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে। ছবিতে জল মগ্ন রাস্তার পাশাপাশি মানুষের বিপদে পড়ার বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে।এমনকি মানুষ বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছেন। সরকার থেকে জানান হয়েছে কাজ ছাড়া বা খুব দরকার না পড়লে কেউ যেন বাড়ি থেকে এক দম না বের হন।