Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তাহলে কি ‘JIO’ জামানা শেষ! কি হতে চলেছে জিও’র ভবিষ্যত?

Updated :  Monday, October 14, 2019 8:20 AM

এতদিন জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক যেমন ভোডাফোন, এয়ারটেল এ ফোন করতে গেলে কোনো খরচ লাগতোনা। কিন্তু এবার অন্য পথে হাঁটতে চলেছে আম্বানির জিও।

জিও আবার ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত আইইউসি টপ আপ প্ল্যান লঞ্চ করেছে অন্য নেটওয়ার্কে ফোন করার জন্য। আর তার জন্যই গ্রাহক সংখ্যা কিছুটা হলেও কমবে বলে ধারণা অনেক সংস্থার।

রিলায়েন্স জিও অন্য নেটওয়ার্কে প্রতি মিনিটে ৬ পয়সা করে চার্জ বসানোয় পশ্চিমবঙ্গ সার্কেলে বিএসএনেলের গ্রাহক সংখ্যা আগের তুলনায় অনেক বাড়বে বলে মনে করছে সংস্থা। বিএসএনেল এর রাজ্যে ১৬ লক্ষ গ্রাহক নিয়ে ৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।

এই ১৬ লক্ষ গ্রাহকদের মধ্যে ১০৮ টাকার প্রিপেড প্ল্যান ব্যাবহার করে ৫ লক্ষ। এই প্ল্যানে দেশের যেকোনো নেটওয়ার্কে গ্রাহকরা আনলিমিটেড কল ও প্রতিদিন ১ জিবি ডাটা পাবে ২৮ দিনের জন্য।

তাহলে কি জিও জামানা শেষ? এবার কি জিও ছেড়ে অন্য নেটওয়ার্ক এর দিকে ঝুঁকবে গ্রাহকরা? তার দিকে তাকিয়ে সকল নেটওয়ার্ক সংস্থা।