Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sandipta Sen:অনস্ক্রিন সারদাদেবীর অফস্ক্রিন নাচ দেখে মুগ্ধ নেটনাগরিক! ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, September 15, 2021 7:04 PM

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্দীপ্তা সেন। সন্দীপ্তা ২০০৮ সালে ‘দুর্গা’ সিরিয়াল দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। এরপর একের পর হিট ধারাবাহিকে আকে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০২০ সালে ধারাবাহিকে ব্রেক নিয়ে করোনা পরিস্থিতি সামাল দিয়ে করুণাময়ী রাসমনি উত্তরপর্বে মা সারদা হয়ে ফিরেছেন সন্দীপ্তা সেন।

রানিমার ‘ছোট ঠাকুর’ গদাধরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার কাহিনিই এবার উঠে আসবে এই ধারাবাহিকে। সঙ্গে সারদামণির সঙ্গে হবে ‘বহু প্রতীক্ষিত মিলন’। মা সারদার ভূমিকায় অভিনয় করতে পেরে সন্দীপ্তা যে একটা আলাদা অনুভূতি অনুভব করছেন। ইতিমধ্যে সারদামনির চরিত্রে দেখতে পেয়ে মা কাকিমারাও বেশ খুশি অভিনেত্রীর হাসি, টানাটানা চোখ আর অভিনয় দক্ষতা সকলকেই আকর্ষিত করেন। সন্দীপ্তার অভিনয় এই ধারাবাহিকের টিআরপি বেশ ভালো।

সন্দীপ্তার অভিনয়ের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়৷ প্রায়শই নানান ছবি শেয়ার করে থাকেন। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী ভালো নাচ করতে পছন্দ করেন। যতটা তাঁকে অভিনয় করতে দর্শক দেখেছেন ততটা ধারাবাহিকের নাচের পারফরম্যান্স তেমন দেখেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে নেচে তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া য অভিনেত্রীকে ইন্সটাগ্রাম প্রোফাইলে যাঁরা ফলো করেন, তাঁরা তাঁর নাচের কিছু ঝলক নিশ্চয়ই দেখেছেন। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই কিছু নাচের স্টেপের ভিডিও শেয়ার করেন তিনি।

ফের তাঁর একটি রিল পারফরম্যান্স তাক লাগালো।
এবার বর্ষামুখর শহরে মনের আনন্দে নেচে উঠলেন অভিনেত্রী। শ্রেয়া ঘোষালের কন্ঠে বর্ষার গান আর সন্দীপ্তার নাচ দুই জমে গিয়েছে। না লাইভ নয়, রিল মিউজিকে নেচে উঠলেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান৷ ‘বারসো রে’। সবুজ ঘাসে কালো কাফতান আর খালি পায়ে অসাধারজ পারফর্ম করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সন্দীপ্তার এই পারফরম্যান্সও কোনও মঞ্চে না হলেও অনেকেই মুগ্ধ হয়েছে। বৃষ্টির দিনে অভিনেত্রী এই ভিডিও শেয়ার করতেই ভাইরাল।

উল্লেখ্য,সন্দীপ্তা ধারাবাহিকের পাশাপাশি এখন ওয়েবসিরিজে নাম লিখিয়েছেন। ‘আস্তে লেডিস’ বলে একটি সিরিজে দেখা গিয়েছিল। এরপর অঞ্জন দত্তর লেখা এবং পরিচালনায় হইচই ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস্’। আর সেখানেই প্রথম খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। তাঁর চরিত্রের নাম ডা: নিমা প্রধান। এই ওয়েব সিরিজে অভিনেত্রীর অভিনয় বেশ পছন্দ করেছেন দর্শক।