Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চরম দারিদ্র্যের মধ্যেও থেমে রইলো না প্রতিভা, কুঁড়েঘরের সামনে দাঁড়িয়েই ভিকির তওবা তওবা গানে নাচ এই গ্রাম্য মহিলার

Updated :  Wednesday, August 14, 2024 2:32 PM

সোশ্যাল মিডিয়া এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে নতুন প্রতিভার উদ্ভাস। একটি ভিডিওর মাধ্যমে রাতারাতি সেনসেশন হয়ে উঠতে পারেন যে কেউ। তেমনই এক ঘটনা ঘটেছে গ্রামের এক বধূর সাথে। তিনি সাম্প্রতিক হিন্দি ছবি ‘ব্যাড নিউজ’ এর জনপ্রিয় গান ‘তওবা তওবা’তে নিজের নাচের দক্ষতা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন।

সোশ্যাল মিডিয়া কাঁপালেন এই গৃহবধূ

ভিকি কৌশলের নাচের স্টেপস নকল করে অনেকেই ভিডিও তৈরি করলেও, এই গ্রাম্য বধূর নাচের ভঙ্গিমা এবং আত্মবিশ্বাস অন্য সকলকে ছাপিয়ে গেছে। হলুদ শাড়ি পরে কুঁড়েঘরের সামনে দুর্দান্ত ভঙ্গিমায় নাচতে দেখা গিয়েছে তাঁকে। দুই খুদকের সঙ্গে নাচতে তিনি যেন নিজের একটা পৃথিবী তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, প্রতিভা ধনী দরিদ্র দেখে না। এই মহিলার নাচ দেখে স্পষ্ট যে, নাচের জগতে তিনি এক নতুন তারকা হিসেবে উঠে আসতে পারেন।

কেন এত জনপ্রিয় ‘তওবা তওবা’?

‘ব্যাড নিউজ’ ছবির এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিকি কৌশলের দুর্দান্ত নাচ এবং গানের ক্যাচি টিউন দর্শকদের মন জয় করে নিয়েছে। গানটি এত জনপ্রিয় হওয়ার কারণে অনেকেই এই গানে নিজের নাচের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।